নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়া বাঁধ এলাকায় এক মাস বয়সী সন্তান বিক্রির সময়ে এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আটক ওই নারীর নাম সাবিহা। দ্বিতীয় স্বামীর সহযোগিতায় প্রথম স্বামীর সংসারে জন্ম নেওয়া দুই সন্তানকে এর আগে তিনি বিক্রি করেছেন। এবার তৃতীয় স্বামীর সংসারে জন্ম নেওয়া সন্তান বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন তিনি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাবিহা পরপর তিনটি বিয়ে করেছেন। তৃতীয় স্বামীর ঘরে জন্ম নেওয়া এক মাস বয়সী সন্তানকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। এক কাজে তাঁকে সহযোগিতা করেন দ্বিতীয় স্বামী মনা। তৃতীয় স্বামী নাম সিরাজ।
গত শনিবার (৩ জুন) পল্লবীর ১২ নম্বর পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে ঘটনাটি ঘটে। আগের দুই শিশু এবং সর্বশেষ এক মাস বয়সী শিশু বিক্রির ঘটনা তদন্ত করছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া।
সাবিহার তৃতীয় স্বামী সিরাজের মা পারভীন বলেন, ‘ওই দিন (গত শনিবার) সকালে আমার ছেলের বউ এসে বলে আমার নাতিকে নাকি ইঁদুরে কামড় দিয়েছে। তাই ডাক্তার দেখাইতে যাবে। আমি রাজেরে দেখতে গিয়া ওর মুখে খামচির দাগ দেখছি। পরে সাবিহা আমাকে কিছু না বলে ছেলেকে নিয়ে বাসা থেকে চলে যায়। পরে শুনি তার আগের স্বামীর কাছে গেছে বাচ্চা বিক্রি করার জন্য। বাউনিয়া বাঁধ গিয়ে বাচ্চা বিক্রির সময়ে লোকজন তাঁদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’
পারভীন আরও বলেন, ‘সাবিহার প্রথম স্বামীর নাম হাবিব। ওই ঘরের দুই সন্তানকে সাবিহা দেড় লাখ টাকায় বিক্রি করেছে। এ ঘটনার পর তাদের ছাড়াছাড়ি হয়। পরে মনাকে বিয়ে করে সাবিহা। তাদেরও ছাড়াছাড়ি হয়ে গেছে।’
পুলিশ জানায়, স্থানীয়রা তাঁদের ধরে ফেলার পর মনা সব স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, সাবিহা টাকার লোভে আগের দুই সন্তানকে বিক্রি করেছেন। টাকা দিয়ে তিনি গয়না, টিভি, ফ্রিজ ও একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। রাজকেও ৮০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা করেছিলেন তাঁরা।
স্থানীয়রা জানান, পুলিশ আসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে সাবিহা তাঁর দ্বিতীয় স্বামী মনার সঙ্গে চলে যান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘পল্লবী থানার কুর্মিটোলা ক্যাম্পে এ ঘটনার পর শিশু রাজকে তার দাদির জিম্মায় দেওয়া হয়েছে। সাবিহা তাঁর সন্তানকে নিতে রাজি হননি। তিনি তাঁর দ্বিতীয় স্বামী মনার ঘরে ফিরে গেছেন। এই ঘটনায় কোনো মামলা হয়নি।’

রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়া বাঁধ এলাকায় এক মাস বয়সী সন্তান বিক্রির সময়ে এক নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আটক ওই নারীর নাম সাবিহা। দ্বিতীয় স্বামীর সহযোগিতায় প্রথম স্বামীর সংসারে জন্ম নেওয়া দুই সন্তানকে এর আগে তিনি বিক্রি করেছেন। এবার তৃতীয় স্বামীর সংসারে জন্ম নেওয়া সন্তান বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন তিনি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সাবিহা পরপর তিনটি বিয়ে করেছেন। তৃতীয় স্বামীর ঘরে জন্ম নেওয়া এক মাস বয়সী সন্তানকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। এক কাজে তাঁকে সহযোগিতা করেন দ্বিতীয় স্বামী মনা। তৃতীয় স্বামী নাম সিরাজ।
গত শনিবার (৩ জুন) পল্লবীর ১২ নম্বর পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে ঘটনাটি ঘটে। আগের দুই শিশু এবং সর্বশেষ এক মাস বয়সী শিশু বিক্রির ঘটনা তদন্ত করছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া।
সাবিহার তৃতীয় স্বামী সিরাজের মা পারভীন বলেন, ‘ওই দিন (গত শনিবার) সকালে আমার ছেলের বউ এসে বলে আমার নাতিকে নাকি ইঁদুরে কামড় দিয়েছে। তাই ডাক্তার দেখাইতে যাবে। আমি রাজেরে দেখতে গিয়া ওর মুখে খামচির দাগ দেখছি। পরে সাবিহা আমাকে কিছু না বলে ছেলেকে নিয়ে বাসা থেকে চলে যায়। পরে শুনি তার আগের স্বামীর কাছে গেছে বাচ্চা বিক্রি করার জন্য। বাউনিয়া বাঁধ গিয়ে বাচ্চা বিক্রির সময়ে লোকজন তাঁদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’
পারভীন আরও বলেন, ‘সাবিহার প্রথম স্বামীর নাম হাবিব। ওই ঘরের দুই সন্তানকে সাবিহা দেড় লাখ টাকায় বিক্রি করেছে। এ ঘটনার পর তাদের ছাড়াছাড়ি হয়। পরে মনাকে বিয়ে করে সাবিহা। তাদেরও ছাড়াছাড়ি হয়ে গেছে।’
পুলিশ জানায়, স্থানীয়রা তাঁদের ধরে ফেলার পর মনা সব স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, সাবিহা টাকার লোভে আগের দুই সন্তানকে বিক্রি করেছেন। টাকা দিয়ে তিনি গয়না, টিভি, ফ্রিজ ও একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছেন। রাজকেও ৮০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা করেছিলেন তাঁরা।
স্থানীয়রা জানান, পুলিশ আসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে সাবিহা তাঁর দ্বিতীয় স্বামী মনার সঙ্গে চলে যান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, ‘পল্লবী থানার কুর্মিটোলা ক্যাম্পে এ ঘটনার পর শিশু রাজকে তার দাদির জিম্মায় দেওয়া হয়েছে। সাবিহা তাঁর সন্তানকে নিতে রাজি হননি। তিনি তাঁর দ্বিতীয় স্বামী মনার ঘরে ফিরে গেছেন। এই ঘটনায় কোনো মামলা হয়নি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে