নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সিলেটে লেডি বাইকার নামে পরিচিত রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রিয়া আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের বেঞ্চ তাঁকে আট সপ্তাহের জামিন দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সঙ্গে ছিলেন বিভুতি ভুষণ সরকার ও পূর্ণিমা জাহান। আদেশের পর সুমন বলেন, ‘রিয়ার বয়স কম। সে বিবিএতে পড়ছে। আমি চাই সে যেন ন্যায়বিচার পায়। সে যেন ষড়যন্ত্রের শিকার না হয়। আট সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে হাজির হতে হবে।’ আর রিয়া রায় বলেন, ‘জামিন পাওয়ায় ভালো লাগছে। আমি চাই নিরপেক্ষ বিচার হোক।’
পুলিশের তথ্যমতে, সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ আটক হন রিয়ার প্রেমিক। ওই ঘটনায় গত ৮ নভেম্বর আরমান সামীকে প্রধান আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা-পুলিশ। যাতে রিয়াকেও আসামি করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রিয়া তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করেন ভিডিও বার্তায়। নিজে টিকটক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
১০ নভেম্বর সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, প্রেমিক আরমান সামিকে নিয়ে রিয়া সিলেটের এয়ারপোর্টসংলগ্ন এলাকায় যান। নীল রঙের একটি গাড়ি নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান। আরমান সামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সে সময় গাড়ি থেকে ৫০০ গ্রাম মদ, ১০টি ইয়াবা, দুই প্যাকেট গাঁজাসহ সামীকে আটক করার পর তিনি জানান তাঁর সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল। কৌশলে সে পালিয়ে গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সিলেটে লেডি বাইকার নামে পরিচিত রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রিয়া আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের বেঞ্চ তাঁকে আট সপ্তাহের জামিন দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সঙ্গে ছিলেন বিভুতি ভুষণ সরকার ও পূর্ণিমা জাহান। আদেশের পর সুমন বলেন, ‘রিয়ার বয়স কম। সে বিবিএতে পড়ছে। আমি চাই সে যেন ন্যায়বিচার পায়। সে যেন ষড়যন্ত্রের শিকার না হয়। আট সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে হাজির হতে হবে।’ আর রিয়া রায় বলেন, ‘জামিন পাওয়ায় ভালো লাগছে। আমি চাই নিরপেক্ষ বিচার হোক।’
পুলিশের তথ্যমতে, সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ আটক হন রিয়ার প্রেমিক। ওই ঘটনায় গত ৮ নভেম্বর আরমান সামীকে প্রধান আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা-পুলিশ। যাতে রিয়াকেও আসামি করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রিয়া তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ করেন ভিডিও বার্তায়। নিজে টিকটক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
১০ নভেম্বর সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, প্রেমিক আরমান সামিকে নিয়ে রিয়া সিলেটের এয়ারপোর্টসংলগ্ন এলাকায় যান। নীল রঙের একটি গাড়ি নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান। আরমান সামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সে সময় গাড়ি থেকে ৫০০ গ্রাম মদ, ১০টি ইয়াবা, দুই প্যাকেট গাঁজাসহ সামীকে আটক করার পর তিনি জানান তাঁর সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল। কৌশলে সে পালিয়ে গেছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৫ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে