নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপর্না আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখমের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার ছিনতাইকারী ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালি। আজ বুধবার তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বাড্ডা থানা সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার আসামির স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে ইমরান ও তাঁর এক সহযোগীকে আদালতে হাজির করে বাড্ডা থানা–পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মাহীউদ্দিন আল আমিন ইমরানের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। অপর আসামি শাহজাহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির আসামি ইমরানের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। পরে ইমরান ও তাঁর সহযোগী শাহজাহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টায় ওই দুজনকে বাড্ডা থানার আনন্দনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট ও ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামি ইমরান আদালতকে বলেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ঢাকার আফতাবনগর, বাড্ডা, ভাটারা এলাকায় ছিনতাই করে থাকেন। গত ২ এপ্রিল রাত ১১টার দিকে চাপাতিসহ আফতাবনগর সি ব্লকে অবস্থিত ইম্পিরিয়াল কলেজের সামনে মেইন রোডে ছিনতাই করার জন্য ওত পেতে ছিলেন। ওই সময়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দুই ছিনতাইকারী মেয়েটির পথ রোধ করে। মেয়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ায় মেয়েটি বাধা দেন। ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করেন। তখন দুই ছিনতাইকারী চাপাতি দিয়ে কুপিয়ে মেয়ের মোবাইল কেড়ে নয়। তারপর তাঁরা পালিয়ে যায়। পুলিশ দুদিন পর রাতে ছিনতাই করা মোবাইল হ্যান্ডসেট ও ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতিসহ তাঁদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে বাড্ডা থানায় অভিযোগ দায়ের করলে দস্যুতা মামলা হয়।

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপর্না আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখমের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার ছিনতাইকারী ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালি। আজ বুধবার তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বাড্ডা থানা সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার আসামির স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে ইমরান ও তাঁর এক সহযোগীকে আদালতে হাজির করে বাড্ডা থানা–পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মাহীউদ্দিন আল আমিন ইমরানের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। অপর আসামি শাহজাহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির আসামি ইমরানের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। পরে ইমরান ও তাঁর সহযোগী শাহজাহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টায় ওই দুজনকে বাড্ডা থানার আনন্দনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট ও ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামি ইমরান আদালতকে বলেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ঢাকার আফতাবনগর, বাড্ডা, ভাটারা এলাকায় ছিনতাই করে থাকেন। গত ২ এপ্রিল রাত ১১টার দিকে চাপাতিসহ আফতাবনগর সি ব্লকে অবস্থিত ইম্পিরিয়াল কলেজের সামনে মেইন রোডে ছিনতাই করার জন্য ওত পেতে ছিলেন। ওই সময়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দুই ছিনতাইকারী মেয়েটির পথ রোধ করে। মেয়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ায় মেয়েটি বাধা দেন। ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করেন। তখন দুই ছিনতাইকারী চাপাতি দিয়ে কুপিয়ে মেয়ের মোবাইল কেড়ে নয়। তারপর তাঁরা পালিয়ে যায়। পুলিশ দুদিন পর রাতে ছিনতাই করা মোবাইল হ্যান্ডসেট ও ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতিসহ তাঁদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভিকটিমের ভাই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে বাড্ডা থানায় অভিযোগ দায়ের করলে দস্যুতা মামলা হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে