নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন। এরপর অপহৃত ব্যক্তির সঙ্গে থাকা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নেয়। সেই টাকা দিয়ে স্বর্ণ কেনেন তারা।
অভিনব কৌশলে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম (৪০), মো. রাসেল হোসেন (৩৫), ও সাথী আক্তার (৩০)।
এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ১৩টি, ভুক্তভোগীর হাত ঘড়িসহ ১৫টি ঘড়ি, ভুক্তভোগীর মোবাইলসহ বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।
জসীম উদ্দীন মোল্লা বলেন, গত ৫ ডিসেম্বর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ অফিসের সামনে থেকে ভুক্তভোগী মো. নুরুল ইসলাম (৬৪)-কে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে। এই ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল ফোন, হাত ঘড়ি, স্বর্ণের চেইন লুটে নেওয়ার পাশাপাশি পরিবারের লোকজনের নিকট টাকা দাবি করে তারা।
জসীম উদ্দীন আরও বলেন, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে। এমনকি ভুক্তভোগীর সঙ্গে থাকা এটিএম কার্ড থেকে এক লাখ টাকা এবং পিওএস মেশিনের মাধ্যমে ২৩ লাখ ৪৫ হাজার টাকার স্বর্ণ কেনেন তারা।
ডিসি বলেন, এই ঘটনায় পরবর্তীতে বাদী মিরপুর মডেল থানার মামলা হয় ওই মামলার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য সক্রিয় ভাবে কাজ করে। এরই ধারাবাহিকতায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে পেলে চক্রের মূল হোতাসহ অন্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এ পুলিশের এই কর্মকর্তা।

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন। এরপর অপহৃত ব্যক্তির সঙ্গে থাকা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নেয়। সেই টাকা দিয়ে স্বর্ণ কেনেন তারা।
অভিনব কৌশলে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম (৪০), মো. রাসেল হোসেন (৩৫), ও সাথী আক্তার (৩০)।
এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ১৩টি, ভুক্তভোগীর হাত ঘড়িসহ ১৫টি ঘড়ি, ভুক্তভোগীর মোবাইলসহ বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।
জসীম উদ্দীন মোল্লা বলেন, গত ৫ ডিসেম্বর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ অফিসের সামনে থেকে ভুক্তভোগী মো. নুরুল ইসলাম (৬৪)-কে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে। এই ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল ফোন, হাত ঘড়ি, স্বর্ণের চেইন লুটে নেওয়ার পাশাপাশি পরিবারের লোকজনের নিকট টাকা দাবি করে তারা।
জসীম উদ্দীন আরও বলেন, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে। এমনকি ভুক্তভোগীর সঙ্গে থাকা এটিএম কার্ড থেকে এক লাখ টাকা এবং পিওএস মেশিনের মাধ্যমে ২৩ লাখ ৪৫ হাজার টাকার স্বর্ণ কেনেন তারা।
ডিসি বলেন, এই ঘটনায় পরবর্তীতে বাদী মিরপুর মডেল থানার মামলা হয় ওই মামলার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য সক্রিয় ভাবে কাজ করে। এরই ধারাবাহিকতায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে পেলে চক্রের মূল হোতাসহ অন্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এ পুলিশের এই কর্মকর্তা।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৩ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে