নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসায় নির্যাতন ও টয়লেটে শিশু গৃহকর্মীকে আটকে রাখা হয়েছিল। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অন্য বাসার এক গৃহশিক্ষক গৃহকর্তার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহশিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টার রোডের দীন স্কয়ার রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহশিক্ষকের নাম ওমর ফারুক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্ধার হওয়া গৃহকর্মীর বয়স আনুমানিক ৬ বছর।
নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করতে গিয়ে গৃহশিক্ষক মারধরের শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এটা মারধর কি না বলতে পারব না। দুই পক্ষকে আগামীকাল ডেকেছি। বিস্তারিত জেনে বলতে হবে। বিস্তারিত জানার জন্য থানা থেকে পুলিশ গেছে।’
তিনি আরও বলেন, ‘গৃহশিক্ষকও ভুল করেছেন। মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চেয়েছে। তাকে পুলিশ কিংবা বাসার কমিটির কাছে দেওয়া উচিত ছিল। কিন্তু সে নিজের সঙ্গে নিয়ে গেছে।’
এ দিকে আহত গৃহশিক্ষকের মামা সুপ্রিম কোর্টের আইনজীবী এসএ লালন ঘটনার বিবরণ দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) নাকি শিশুটিকে মারধর করে টয়লেটে আটকে রেখেছিল। আজ সন্ধ্যায় সে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে লিফটে ওঠে। এই সময়ে আমার ভাগনে ওমর ফারুক একই ভবনের একটি ফ্ল্যাটে পড়ানো শেষ করে লিফটে উঠলে মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চায়। পরে ওমর ফারুক মেয়েটির বিষয়টি আমাকে জানায়। তখন আমি পুলিশকে জানাতে বলি। কিন্তু সে পুলিশকে জানাতে পারছিল না। পরে ফার্মগেটে আমাদের অফিসে নিয়ে আসে। এখানে আসার পরে বাসার দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে পরে ওমর ফারুককে মেয়েটিকে নিয়ে বাসায় যেতে বলে। নিয়ে যাওয়ার পরেই তাকে মারধর করা হয়।’
লালন অভিযোগ করেন, ‘ওই ব্যক্তি আমার ভাগনেকে হত্যার হুমকি দিয়েছে। মেরে ফেললে নাকি তাকে কেউই কিছু করতে পারবে না!’
খোঁজ নিয়ে জানা গেছে, গৃহশিক্ষক ওমর ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তিনি ২৭ নম্বর বাসায় পড়াতেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজধানীর কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসায় নির্যাতন ও টয়লেটে শিশু গৃহকর্মীকে আটকে রাখা হয়েছিল। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অন্য বাসার এক গৃহশিক্ষক গৃহকর্তার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহশিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টার রোডের দীন স্কয়ার রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহশিক্ষকের নাম ওমর ফারুক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্ধার হওয়া গৃহকর্মীর বয়স আনুমানিক ৬ বছর।
নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করতে গিয়ে গৃহশিক্ষক মারধরের শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এটা মারধর কি না বলতে পারব না। দুই পক্ষকে আগামীকাল ডেকেছি। বিস্তারিত জেনে বলতে হবে। বিস্তারিত জানার জন্য থানা থেকে পুলিশ গেছে।’
তিনি আরও বলেন, ‘গৃহশিক্ষকও ভুল করেছেন। মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চেয়েছে। তাকে পুলিশ কিংবা বাসার কমিটির কাছে দেওয়া উচিত ছিল। কিন্তু সে নিজের সঙ্গে নিয়ে গেছে।’
এ দিকে আহত গৃহশিক্ষকের মামা সুপ্রিম কোর্টের আইনজীবী এসএ লালন ঘটনার বিবরণ দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) নাকি শিশুটিকে মারধর করে টয়লেটে আটকে রেখেছিল। আজ সন্ধ্যায় সে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে লিফটে ওঠে। এই সময়ে আমার ভাগনে ওমর ফারুক একই ভবনের একটি ফ্ল্যাটে পড়ানো শেষ করে লিফটে উঠলে মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চায়। পরে ওমর ফারুক মেয়েটির বিষয়টি আমাকে জানায়। তখন আমি পুলিশকে জানাতে বলি। কিন্তু সে পুলিশকে জানাতে পারছিল না। পরে ফার্মগেটে আমাদের অফিসে নিয়ে আসে। এখানে আসার পরে বাসার দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে পরে ওমর ফারুককে মেয়েটিকে নিয়ে বাসায় যেতে বলে। নিয়ে যাওয়ার পরেই তাকে মারধর করা হয়।’
লালন অভিযোগ করেন, ‘ওই ব্যক্তি আমার ভাগনেকে হত্যার হুমকি দিয়েছে। মেরে ফেললে নাকি তাকে কেউই কিছু করতে পারবে না!’
খোঁজ নিয়ে জানা গেছে, গৃহশিক্ষক ওমর ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তিনি ২৭ নম্বর বাসায় পড়াতেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে