Ajker Patrika

শাহবাগে ভগ্নিপতির রডের আঘাতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ মে ২০২৩, ১০: ৫৪
শাহবাগে ভগ্নিপতির রডের আঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর শাহবাগে শিশুপার্কের ভেতরে ভগ্নিপতির রডের আঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাকিল হোসেন (১৮)। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। 

আজ সোমবার ভোরে শাহবাগ শিশুপার্কের ভেতরে পশ্চিম ডাম্পিং-সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ও প্রত্যক্ষদর্শী মো. আলআমিন জানান, ভোরে শাকিল তাঁরই পরিচিত শাওন নামের একজনের সঙ্গে তর্কে জড়ায়। খবর পেয়ে শাকিলের বড় বোনের স্বামী বাবু ব্যাপারী সেখানে হাজির হন। তিনি শাকিলকে বকাঝকা করতে থাকেন। একপর্যায়ে একটি রডের টুকরো দিয়ে শাকিলের বুকে আঘাত করেন। সঙ্গে সঙ্গে শাকিল মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে সেখানে তাঁর মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা তিনজনই রডসহ বিভিন্ন জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ছিল। এ ছাড়া শাকিল মাদকাসক্ত ছিলেন। 

তিন ভাই ও চার বোনের মধ্যে শাকিল ছিলেন পঞ্চম। তাঁর বাবার নাম বাবুল হোসেন (মৃত)। 

শাকিলের বড় ভাই মো. শাহিন হোসেন জানান, তাঁরা কামরাঙ্গীরচরের আশরাফাবাদে ৯ নম্বর গলিতে থাকেন। শাকিল মাদকাসক্ত ছিলেন। একেক সময় একেক এলাকায় থাকতেন। মাঝে মধ্যে ঘোড়ার গাড়ি চালাতেন। 

শাহিন আরও জানান, ভোরে মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসেন তাঁরা। তুচ্ছ বিষয় নিয়ে শাকিলকে বড় ভগ্নিপতি রড দিয়ে আঘাত করেছেন বলে শুনেছেন তাঁরা। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কে এস জাহান-ই আলম জানান, শাকিলের মৃতদেহটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবু ব্যাপারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। 

এসআই আরও জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিলকে রড দিয়ে আঘাত করেন ভগ্নিপতি। এতে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত