কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচন-২০২১-এ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও দুজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল উপজেলার ছয়সূতি ও ওসমানপুর ইউনিয়নে এই জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি পালনে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও ওসমানপুর ইউনিয়নে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ও তিনজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন ও ইউপি সদস্য পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৯৮ হাজার ৭৫১ জন। পুরুষ ৫০ হাজার ১১৯ জন এবং নারী ভোটার ৪৮ হাজার ৬৩২ জন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচন-২০২১-এ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও দুজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল উপজেলার ছয়সূতি ও ওসমানপুর ইউনিয়নে এই জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি পালনে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও ওসমানপুর ইউনিয়নে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ও তিনজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন ও ইউপি সদস্য পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৯৮ হাজার ৭৫১ জন। পুরুষ ৫০ হাজার ১১৯ জন এবং নারী ভোটার ৪৮ হাজার ৬৩২ জন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে