নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে ঘুরে বেড়াতেন লিটন (২৭)। বিভিন্ন বাসা-বাড়ির মূল দরজায় টুলেট দেখে বাসা ভাড়া নেওয়ার ভান করে ভেতরে ঢুকতেন। এরপর সুযোগ বুঝে ভয়ংকর রূপ ধারণ করতেন। অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে হাতিয়ে নিতেন টাকা–পয়সা ও মূল্যবান স্বর্ণালংকার।
সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় একই কায়দায় একটি বাসায় ঢুকে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেন। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার লিটনকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। পুলিশের হাতে গ্রেপ্তার লিটনের দাবি, শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘লিটন বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান। এরপর ঘরে থাকা নারীকে জিম্মি করে লুট করেন। লিটন একজন ধূর্ত প্রতারক। তিনি একসময় সৌদি আরবে ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন। তিনি বাসা ভাড়ার নাম করে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটি কোনো পুরুষ সদস্যকে ঘুরে দেখাতে বলেন। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে, সঙ্গে সঙ্গে নারীকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়ে যান।’
সম্প্রতি কয়েকটি চুরির বিষয়ে ওসি মহসীন বলেন, গত ৭ অক্টোবর মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান লিটন। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তাঁর ছেলে। তাঁর ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেও ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান লিটন। তাঁকে যেন শনাক্ত করা না যায় এই কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে চুরির স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে ঘুরে বেড়াতেন লিটন (২৭)। বিভিন্ন বাসা-বাড়ির মূল দরজায় টুলেট দেখে বাসা ভাড়া নেওয়ার ভান করে ভেতরে ঢুকতেন। এরপর সুযোগ বুঝে ভয়ংকর রূপ ধারণ করতেন। অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে হাতিয়ে নিতেন টাকা–পয়সা ও মূল্যবান স্বর্ণালংকার।
সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় একই কায়দায় একটি বাসায় ঢুকে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেন। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার লিটনকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। পুলিশের হাতে গ্রেপ্তার লিটনের দাবি, শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘লিটন বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান। এরপর ঘরে থাকা নারীকে জিম্মি করে লুট করেন। লিটন একজন ধূর্ত প্রতারক। তিনি একসময় সৌদি আরবে ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন। তিনি বাসা ভাড়ার নাম করে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটি কোনো পুরুষ সদস্যকে ঘুরে দেখাতে বলেন। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে, সঙ্গে সঙ্গে নারীকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়ে যান।’
সম্প্রতি কয়েকটি চুরির বিষয়ে ওসি মহসীন বলেন, গত ৭ অক্টোবর মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান লিটন। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তাঁর ছেলে। তাঁর ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেও ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান লিটন। তাঁকে যেন শনাক্ত করা না যায় এই কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে চুরির স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে