নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিপুল পরিমাণ জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদন অনুযায়ী উত্তম কুমার বিশ্বাসের ঢাকা, কেরানীগঞ্জ ও মাগুরার ১৫টি জমি ও প্লট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এসব জমি ও প্লটের দলিলমূল্য দেখানো হয়েছে ৯২ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা।
উত্তমের আটটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩৪৪ টাকা ৭৫ পয়সা এবং তাঁর স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের ১১টি ব্যাংক হিসাবে থাকা ২৮ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৭৩২ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী-স্ত্রী দুজনের ১৯টি ব্যাংক হিসাবে থাকা মোট ৩০ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৭৬ টাকা ৭৫ পয়সা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তম কুমারের পুলিশ বহুমুখী সমবায় সমিতির পাঁচ কাঠা প্লটের শেয়ার ক্রয় বাবদ জমা দেওয়া ৫৫ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, উত্তম কুমার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তিনি নিজে ও স্ত্রীর দখলে রেখেছেন। দুদকের অনুসন্ধান চলাকালে তাঁর যেসব সম্পদের তথ্য পাওয়া গেছে, তা জব্দ ও অবরুদ্ধ করার আবেদন করা হয়েছে।
অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তিরা এসব স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন। এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের বিপুল পরিমাণ জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদন অনুযায়ী উত্তম কুমার বিশ্বাসের ঢাকা, কেরানীগঞ্জ ও মাগুরার ১৫টি জমি ও প্লট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এসব জমি ও প্লটের দলিলমূল্য দেখানো হয়েছে ৯২ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা।
উত্তমের আটটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩৪৪ টাকা ৭৫ পয়সা এবং তাঁর স্ত্রী কৃষ্ণা বিশ্বাসের ১১টি ব্যাংক হিসাবে থাকা ২৮ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৭৩২ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ স্বামী-স্ত্রী দুজনের ১৯টি ব্যাংক হিসাবে থাকা মোট ৩০ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৭৬ টাকা ৭৫ পয়সা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তম কুমারের পুলিশ বহুমুখী সমবায় সমিতির পাঁচ কাঠা প্লটের শেয়ার ক্রয় বাবদ জমা দেওয়া ৫৫ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, উত্তম কুমার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন, যা তিনি নিজে ও স্ত্রীর দখলে রেখেছেন। দুদকের অনুসন্ধান চলাকালে তাঁর যেসব সম্পদের তথ্য পাওয়া গেছে, তা জব্দ ও অবরুদ্ধ করার আবেদন করা হয়েছে।
অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তিরা এসব স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন। এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে