শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পাঁচ্চর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে অটোরিকশার গতি রোধ করে শিবচর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আজাদ হাওলাদারকে কুপিয়েছে ডাকাতের দল। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা কেড়ে নেয় তারা।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত আজাদ হাওলাদারের বাড়ি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে ভোরে ভাঙ্গায় যাচ্ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় আহত হয়েছে আরও দুজন।
জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দুই মাছ বিক্রেতা এবং অটোচালক তাঁর ভাই রকিব হাওলাদার ছিলেন। ভোর ৪টার দিকে তাঁদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮ থেকে ১০ জনের ডাকাত দল পথ রোধ করে। এ সময় আজাদ হাওলাদারকে কুপিয়ে সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া অটোতে থাকা বাকি তিনজনকেও পিটিয়ে জখম করে ডাকাতের দল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে গেলে সড়কে তাঁদের গতি রোধ করে ডাকাতদল। পরে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে আজাদ চিকিৎসাধীন রয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচ্চর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে অটোরিকশার গতি রোধ করে শিবচর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আজাদ হাওলাদারকে কুপিয়েছে ডাকাতের দল। এ সময় তাঁর কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা কেড়ে নেয় তারা।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত আজাদ হাওলাদারের বাড়ি উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে ভোরে ভাঙ্গায় যাচ্ছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় আহত হয়েছে আরও দুজন।
জানা গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গায় যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দুই মাছ বিক্রেতা এবং অটোচালক তাঁর ভাই রকিব হাওলাদার ছিলেন। ভোর ৪টার দিকে তাঁদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮ থেকে ১০ জনের ডাকাত দল পথ রোধ করে। এ সময় আজাদ হাওলাদারকে কুপিয়ে সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ছাড়া অটোতে থাকা বাকি তিনজনকেও পিটিয়ে জখম করে ডাকাতের দল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ বলেন, ‘বিয়ের অনুষ্ঠানের জন্য মাছ কিনতে গেলে সড়কে তাঁদের গতি রোধ করে ডাকাতদল। পরে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে আজাদ চিকিৎসাধীন রয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৫ দিন আগে