সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে দিন-দুপুরে একটি বাড়িতে ডাকাতির সময় হাতে নাতে দুজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি বটতলার এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম শেখের শিরিন ভিলা নামে ৫ তলা বাড়ির ৩ তলায় এই ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ও ছেলে মেয়ে সহ ৩ তলায় বসবাস করতেন।
আটককৃতরা হলেন—গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে তিনি জামগড়া বসবাস করেন। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বসবাস করতেন।
স্থানীয়রা বলছে, ‘হঠাৎ করে মোছলেম শেখের বাড়িতে ডাক চিৎকার শুনে আমরা এগিয়ে যাই। এ সময় পিস্তল হাতে দুজন তাড়াহুড়া বের হতে চাইছিল। আমাদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। আমরা বাধা দিলে হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা সবাই একত্র হয়ে তাদের ধরে ফেলি। উত্তেজিত জনতা পরে তাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ও দুজনকে তাদের হাতে সোপর্দ করা হয়।’
ভুক্তভোগীর মেয়ে মুনমুন আক্তার মুন্নী বলেন, ‘আমার মা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়িতে আসেন। একটু পরেই একজন দরজার বেল বাজায়। মা দরজা খুলতে গেলে তাদের একজন কুরিয়ার সার্ভিসের লোক পরিচয়ে দিয়ে জানায়, কুয়েত থেকে কুরিয়ার এসেছে। মা বলে-আমার স্বামীর সাথে সকালেই কথা হয়েছে। এমন কিছু তো বলেনি। এটা বলতেই দুজন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় মায়ের মাথায় পিস্তল ধরে চুপ থাকার হুমকি দেয়। চিৎকার করলে মাথায় আঘাত করে। পাশের রুম থেকে ভাই উঠে আসলে তাকেও মারধর করে। এ সময় আমি বারান্দা দিয়ে চিৎকার করে লোকজন ডাকি। তখন তারা আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা এসে তাঁদের আটক করে।’
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, ‘আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ওই বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালায়। একটি রিভলবারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

সাভারের আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে দিন-দুপুরে একটি বাড়িতে ডাকাতির সময় হাতে নাতে দুজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি বটতলার এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম শেখের শিরিন ভিলা নামে ৫ তলা বাড়ির ৩ তলায় এই ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ও ছেলে মেয়ে সহ ৩ তলায় বসবাস করতেন।
আটককৃতরা হলেন—গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে তিনি জামগড়া বসবাস করেন। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বসবাস করতেন।
স্থানীয়রা বলছে, ‘হঠাৎ করে মোছলেম শেখের বাড়িতে ডাক চিৎকার শুনে আমরা এগিয়ে যাই। এ সময় পিস্তল হাতে দুজন তাড়াহুড়া বের হতে চাইছিল। আমাদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। আমরা বাধা দিলে হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা সবাই একত্র হয়ে তাদের ধরে ফেলি। উত্তেজিত জনতা পরে তাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ও দুজনকে তাদের হাতে সোপর্দ করা হয়।’
ভুক্তভোগীর মেয়ে মুনমুন আক্তার মুন্নী বলেন, ‘আমার মা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়িতে আসেন। একটু পরেই একজন দরজার বেল বাজায়। মা দরজা খুলতে গেলে তাদের একজন কুরিয়ার সার্ভিসের লোক পরিচয়ে দিয়ে জানায়, কুয়েত থেকে কুরিয়ার এসেছে। মা বলে-আমার স্বামীর সাথে সকালেই কথা হয়েছে। এমন কিছু তো বলেনি। এটা বলতেই দুজন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় মায়ের মাথায় পিস্তল ধরে চুপ থাকার হুমকি দেয়। চিৎকার করলে মাথায় আঘাত করে। পাশের রুম থেকে ভাই উঠে আসলে তাকেও মারধর করে। এ সময় আমি বারান্দা দিয়ে চিৎকার করে লোকজন ডাকি। তখন তারা আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা এসে তাঁদের আটক করে।’
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, ‘আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ওই বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালায়। একটি রিভলবারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে