সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় এক যাত্রী ও তাঁর লোকদের মারধরের শিকার হয়ে এক বাসচালক মারা গেছেন। চালকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে বাসচালককে নারী ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত বাসচালকের নাম মো. আরিফ (২৬)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বেশগ্রিপাড়ার মো. মোস্তফার ছেলে। আরিফ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কোনাবাড়ী থেকে কিরণমালা পরিবহনের একটি বাস মিরপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসের এক যাত্রী ভাড়া না দিয়েই ইটখোলা বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে সেই যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাসচালক আরিফ। পরে সেই যাত্রীর ডাকে চায়ের দোকানে বসে থাকা লোকজন এগিয়ে এসে বাসচালককে মারধর শুরু করেন। এর পরই অচেতন হয়ে পড়েন আরিফ। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বাসচালকের সহকারী মো. খোকন বলেন, ‘ওই যাত্রী কোনাবাড়ী থেকে বাসে ওঠেন। এর পর থেকে ভাড়া চাইলেই তিনি পরে দেবেন, পরে দেবেন বলতে থাকেন। পরে ইটখোলা বাসস্ট্যান্ডে চলে এলেও তিনি ভাড়া দেননি। আমি ড্রাইভারকে বলি যে বাস থামান, একজন নামবে। পরে সেই যাত্রী নামে, কিন্তু তখনো ভাড়া দেয়নি। ওই যাত্রী নেমে রাস্তা থেকে ইট নেয় বাসে ঢিল ছোড়ার উদ্দেশ্যে। ততক্ষণে বাসচালক সিট থেকে নেমে এসে সেই যাত্রীর হাত ধরে বলেন, ভাই, ভাড়াটা দিয়ে যান। তখন সেই যাত্রী বাসচালককে মারধর শুরু করে। পরে বাসস্ট্যান্ডের পাশের চায়ের দোকান থেকে ওই যাত্রীর ডাকে আরও লোকজন এসে চালককে মারধর শুরু করেন। ড্রাইভার তখন দৌড়ে বাসে গিয়ে শুয়ে পড়েন। এর পরে প্রস্রাব করে দিয়ে অচেতন হয়ে যান। পরে আমরা তাঁকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
খোকন আরও বলেন, ‘আমাকেও ঘুষি মেরেছে তারা। পরে আমি প্রতিবন্ধী বুঝতে পেরে আমাকে আর মারেনি। আমাদের গাড়ির কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে। শুনেছি তার পরিবারের লোকজনও আসছে। আমি আজকেই প্রথম এই ড্রাইভারের সঙ্গে ট্রিপে এসেছিলাম।’
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা খবর পেয়ে নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে গিয়েও প্রাথমিক তদন্ত করেছি। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি।’

সাভারের আশুলিয়ায় এক যাত্রী ও তাঁর লোকদের মারধরের শিকার হয়ে এক বাসচালক মারা গেছেন। চালকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে বাসচালককে নারী ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত বাসচালকের নাম মো. আরিফ (২৬)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বেশগ্রিপাড়ার মো. মোস্তফার ছেলে। আরিফ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কোনাবাড়ী থেকে কিরণমালা পরিবহনের একটি বাস মিরপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসের এক যাত্রী ভাড়া না দিয়েই ইটখোলা বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে সেই যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাসচালক আরিফ। পরে সেই যাত্রীর ডাকে চায়ের দোকানে বসে থাকা লোকজন এগিয়ে এসে বাসচালককে মারধর শুরু করেন। এর পরই অচেতন হয়ে পড়েন আরিফ। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বাসচালকের সহকারী মো. খোকন বলেন, ‘ওই যাত্রী কোনাবাড়ী থেকে বাসে ওঠেন। এর পর থেকে ভাড়া চাইলেই তিনি পরে দেবেন, পরে দেবেন বলতে থাকেন। পরে ইটখোলা বাসস্ট্যান্ডে চলে এলেও তিনি ভাড়া দেননি। আমি ড্রাইভারকে বলি যে বাস থামান, একজন নামবে। পরে সেই যাত্রী নামে, কিন্তু তখনো ভাড়া দেয়নি। ওই যাত্রী নেমে রাস্তা থেকে ইট নেয় বাসে ঢিল ছোড়ার উদ্দেশ্যে। ততক্ষণে বাসচালক সিট থেকে নেমে এসে সেই যাত্রীর হাত ধরে বলেন, ভাই, ভাড়াটা দিয়ে যান। তখন সেই যাত্রী বাসচালককে মারধর শুরু করে। পরে বাসস্ট্যান্ডের পাশের চায়ের দোকান থেকে ওই যাত্রীর ডাকে আরও লোকজন এসে চালককে মারধর শুরু করেন। ড্রাইভার তখন দৌড়ে বাসে গিয়ে শুয়ে পড়েন। এর পরে প্রস্রাব করে দিয়ে অচেতন হয়ে যান। পরে আমরা তাঁকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
খোকন আরও বলেন, ‘আমাকেও ঘুষি মেরেছে তারা। পরে আমি প্রতিবন্ধী বুঝতে পেরে আমাকে আর মারেনি। আমাদের গাড়ির কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে। শুনেছি তার পরিবারের লোকজনও আসছে। আমি আজকেই প্রথম এই ড্রাইভারের সঙ্গে ট্রিপে এসেছিলাম।’
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা খবর পেয়ে নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে গিয়েও প্রাথমিক তদন্ত করেছি। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে