Ajker Patrika

৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে ঈমান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে ঢাকার কদমতলী থানার ঢাকা ম্যাচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঈমান একই এলাকার নতুন কলোনির খোকন মিয়ার ছেলে।

গত রোববার ভুক্তভোগী শিশুর নানা বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার পলাতক অভিযুক্তকে র‍্যাব-৩ এর সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়, শিশুটি তার নানা-নানির সঙ্গে পাগলায় ভাড়া বাসায় থাকে। ঈমান প্রায় তার বোনের বাসায় বেড়াতে যেত। গত ১০ আগস্ট দুপুরে অনেকক্ষণ শিশুটির খোঁজ মিলছিল না। ঈমান তাঁর বোনের ঘর থেকে শিশুটিকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বেরিয়ে শিশুটি কাঁদতে থাকে। পরে বিষয়টি নানাকে জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে ঈমানকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে র‍্যাব-৩ এর ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ঈগলু গলি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত