নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এ দাবিতে ১০ জানুয়ারি বেলা ৩টায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে দেশের কয়েকটি বামপন্থী দল নিয়ে গড়া এই জোট।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদ দখলের হীন উদ্দেশ্য থেকে যুক্তরাষ্ট্র এই নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়েছে। এরই মধ্যে এ হামলায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। কোনো ধরনের রাখঢাক না করে যেভাবে এ হামলা পরিচালিত হয়েছে, তা গোটা বিশ্ববিবেককে স্তব্ধ করে দিয়েছে।
বাসদ নেতা বলেন, ভেনেজুয়েলার জনগণের পূর্ণ অধিকার রয়েছে তাঁদের সরকার, জাতীয় সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতিমালা নির্ধারণ করার। সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব বা দুর্বল ভূমিকা বিশ্বকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড, পল্টন, দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এ দাবিতে ১০ জানুয়ারি বেলা ৩টায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে দেশের কয়েকটি বামপন্থী দল নিয়ে গড়া এই জোট।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদ দখলের হীন উদ্দেশ্য থেকে যুক্তরাষ্ট্র এই নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়েছে। এরই মধ্যে এ হামলায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। কোনো ধরনের রাখঢাক না করে যেভাবে এ হামলা পরিচালিত হয়েছে, তা গোটা বিশ্ববিবেককে স্তব্ধ করে দিয়েছে।
বাসদ নেতা বলেন, ভেনেজুয়েলার জনগণের পূর্ণ অধিকার রয়েছে তাঁদের সরকার, জাতীয় সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতিমালা নির্ধারণ করার। সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব বা দুর্বল ভূমিকা বিশ্বকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড, পল্টন, দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে