Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
শাহজালাল বিমানবন্দরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ মানিক মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দরের ৬ নম্বর ব্রিজ থেকে গতকাল সোমবার রাত ৯টা ৫ মিনিটের তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে ১ কোটি ৮০ টাকা মূল্যের স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

আহমেদুর রেজা বলেন, ‘গ্রেপ্তার হওয়া মানিক সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১০ ফ্লাইটে রাত ৯টা ৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এনে তাঁর তল্লাশি নেওয়া হয়। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।’ 

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত