নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দাখিল করা হয়।
রাজধানী উত্তরা এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন ইউনিটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হককে আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার ১১ নম্বর সেক্টরের ২ / ১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির মুকাররাম হোসেন জিমি।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, মামলা দাখিল করা হয়েছে। তিনি জানান, বুধবার বাদীর উপস্থিতিতে মামলা গ্রহণের বিষয়ে শুনানি হবে। বাদীর জবানবন্দি নেওয়া হবে।
উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান গোল্ডেন টাইমস সোয়েটার অ্যান্ড স্যুয়িং লিমিটেড এবং এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান।
মামলায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবসার ছদ্মবেশে প্রতারণার অভিযোগ করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, দুই ব্যক্তির প্ররোচনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তা মামলার বাদীকে ডেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনের মাধ্যমে জোর করে বাদীর ৭৬টি ব্যাংক চেকে স্বাক্ষর নেন। বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করারও ভয় দেখানো হয়।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দাখিল করা হয়।
রাজধানী উত্তরা এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন ইউনিটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হককে আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার ১১ নম্বর সেক্টরের ২ / ১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির মুকাররাম হোসেন জিমি।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, মামলা দাখিল করা হয়েছে। তিনি জানান, বুধবার বাদীর উপস্থিতিতে মামলা গ্রহণের বিষয়ে শুনানি হবে। বাদীর জবানবন্দি নেওয়া হবে।
উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান গোল্ডেন টাইমস সোয়েটার অ্যান্ড স্যুয়িং লিমিটেড এবং এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান।
মামলায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবসার ছদ্মবেশে প্রতারণার অভিযোগ করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, দুই ব্যক্তির প্ররোচনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তা মামলার বাদীকে ডেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনের মাধ্যমে জোর করে বাদীর ৭৬টি ব্যাংক চেকে স্বাক্ষর নেন। বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করারও ভয় দেখানো হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে