নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহীর বাগমারায় সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ নিধন চেষ্টায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের সম্পৃক্ততা মিলেছে। রাজশাহীর বাগমারার ওসি আমিনুল ইসলামের দেওয়া প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার লিখিত তদন্ত প্রতিবেদন নিয়ে হাইকোর্টে হাজির হন ওসি। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে তালগাছ নিধনের সঙ্গে শাহরিয়ার আলমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
তবে ওই প্রতিবেদন হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করা হয়। আর ওই দিন অভিযুক্ত শাহরিয়ার আলমকে আবারও হাজির থাকতে বলা হয়েছে।
গত ৩১ জানুয়ারি ‘৫০টি তালগাছে কীটনাশক: দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নয়’ শিরোনামে একটি দৈনিকে সম্পাদকীয় প্রকাশিত হয়। বিষয়টি নজরে নিয়ে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। শাহরিয়ার আলমকে তলবের পাশাপাশি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশ অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি শাহরিয়ার হাইকোর্টে হাজির হন। ওই দিন শুনানি শেষে হাইকোর্ট ২৩ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর বাগমারা প্রতিনিধিকে তালগাছ নিধনের সংবাদ সংক্রান্ত কথোপকথনের রেকর্ডসহ উপস্থিত হতে নির্দেশ দেন। আর ওসিকে বলা হয় তদন্ত করে প্রতিবেদনসহ হাজির হতে।
শুনানিতে প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

রাজশাহীর বাগমারায় সড়কের পাশে লাগানো অর্ধশত তালগাছ নিধন চেষ্টায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের সম্পৃক্ততা মিলেছে। রাজশাহীর বাগমারার ওসি আমিনুল ইসলামের দেওয়া প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার লিখিত তদন্ত প্রতিবেদন নিয়ে হাইকোর্টে হাজির হন ওসি। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে তালগাছ নিধনের সঙ্গে শাহরিয়ার আলমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
তবে ওই প্রতিবেদন হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করা হয়। আর ওই দিন অভিযুক্ত শাহরিয়ার আলমকে আবারও হাজির থাকতে বলা হয়েছে।
গত ৩১ জানুয়ারি ‘৫০টি তালগাছে কীটনাশক: দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নয়’ শিরোনামে একটি দৈনিকে সম্পাদকীয় প্রকাশিত হয়। বিষয়টি নজরে নিয়ে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। শাহরিয়ার আলমকে তলবের পাশাপাশি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশ অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি শাহরিয়ার হাইকোর্টে হাজির হন। ওই দিন শুনানি শেষে হাইকোর্ট ২৩ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর বাগমারা প্রতিনিধিকে তালগাছ নিধনের সংবাদ সংক্রান্ত কথোপকথনের রেকর্ডসহ উপস্থিত হতে নির্দেশ দেন। আর ওসিকে বলা হয় তদন্ত করে প্রতিবেদনসহ হাজির হতে।
শুনানিতে প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে