Ajker Patrika

এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

আদালতের নির্দেশের পরও ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ায় এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই কর্মকর্তা হলেন—প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজার।

গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেইসঙ্গে আগামী ৫ জুন তাঁদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। 

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়েস আল হারুনী বলেন, ‘সফি এন্টারপ্রাইজের মালিক সফিউর রহমান এবি ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট চান। কিন্তু তাঁকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়নি। পরবর্তীতে সফিউর রহমান হাইকোর্টে রিট করেন। এরপর হাইকোর্ট ডিএজিকে বিষয়টি নিয়ে কথা বলতে বলেন।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্দেশ অনুযায়ী তিনি সাতক্ষীরার ম্যানেজারকে না পেয়ে প্রধান কার্যালয়ের এভিপির সঙ্গে কথা বলেন। আবেদনকারীকে ব্যাংক স্টেটমেন্ট দিতে এবং এ বিষয়ে আদালতে এসে ব্যাখ্যা দিতে বলেন তিনি। তবে আবেদনকারী ব্যাংকের সাতক্ষীরা শাখায় গেলেও তাঁকে স্টেটমেন্ট দেওয়া হয়নি। এ ছাড়া আদালতে হাজির না হওয়ায় তাঁদের গ্রেপ্তার করতে বলা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

আল জাজিরার বিশ্লেষণ: খালেদা জিয়ার উত্তরাধিকার কি তাঁর ছেলে এগিয়ে নিতে পারবেন?

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত