গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় মেহজাবিন আক্তারের বাসায় ডাকাতিকালে এক কলেজছাত্র খুনের ঘটনার পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুল ছালামের ছেলে আবু তাহের (২৯), মহানগরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে মফিজউদ্দিন ওরফে মফু (৩৭), উত্তর সালনা পালোয়ান পাড়া এলাকার নুরুল ইসলাম পালোয়ানের ছেলে খোকন মিয়া, দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে আজিজুল হাকিম (২৮) এবং দক্ষিণ সালনা মোল্লাপাড়া মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২)।
উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ডাকাতির নগদ ১০ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে আবু তাহের বৃহস্পতিবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যান্যদের শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
ইব্রাহিম খান জানান, গত ১২ মার্চ (রোববার) দিবাগত রাত ১২টায় মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা উত্তর মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬ / ৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গৃহকর্ত্রীর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্ত্রী ও তাঁর ছেলে মাহিউস সুনান চৌধুরীকে (১৯) অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় চিৎকার দিলে ডাকাতেরা গলায় চাঁদর টুকরা পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা গৃহকর্ত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতেরা চলে যাওয়ার পর বাড়ির অন্যান্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, গত মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে প্রথমে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি বৃহস্পতিবার (২৩ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তাঁর সহযোগীদের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর চার আসামিকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গতকাল শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় মেহজাবিন আক্তারের বাসায় ডাকাতিকালে এক কলেজছাত্র খুনের ঘটনার পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুল ছালামের ছেলে আবু তাহের (২৯), মহানগরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে মফিজউদ্দিন ওরফে মফু (৩৭), উত্তর সালনা পালোয়ান পাড়া এলাকার নুরুল ইসলাম পালোয়ানের ছেলে খোকন মিয়া, দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে আজিজুল হাকিম (২৮) এবং দক্ষিণ সালনা মোল্লাপাড়া মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২)।
উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ডাকাতির নগদ ১০ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে আবু তাহের বৃহস্পতিবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যান্যদের শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
ইব্রাহিম খান জানান, গত ১২ মার্চ (রোববার) দিবাগত রাত ১২টায় মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা উত্তর মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬ / ৭ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গৃহকর্ত্রীর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্ত্রী ও তাঁর ছেলে মাহিউস সুনান চৌধুরীকে (১৯) অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় চিৎকার দিলে ডাকাতেরা গলায় চাঁদর টুকরা পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা গৃহকর্ত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকাসহ ৬ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতেরা চলে যাওয়ার পর বাড়ির অন্যান্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, গত মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে প্রথমে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি বৃহস্পতিবার (২৩ মার্চ) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তাঁর সহযোগীদের নাম প্রকাশ করেন। তাঁর দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর চার আসামিকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গতকাল শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫