নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একই এলাকার বাসিন্দা মালেকা আক্তার ও মো. ফেরদৌস আহমেদ। পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে তাঁদের। সম্প্রতি আবারও অন্তঃসত্ত্বা হয়েছিলেন মালেকা আক্তার। এরই মধ্যে দুই বছর আগে পিংকী নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ফেরদৌসের।
এই পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে শুরু হয় পারিবারিক কলহ। প্রায় প্রতিদিনই ঝগড়া হতো মালেকা ও ফেরদৌসের। গত ১৯ জুলাই পরকীয়া সম্পর্ক নিয়ে মালেকা ফেরদৌসকে প্রশ্ন করলে আবারও ঝগড়া শুরু হয় তাঁদের মধ্যে। ঝগড়ার একপর্যায়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মালেকার পেটে একাধিক লাথি-ঘুষি মেরে তাঁকে হত্যা করেন ফেরদৌস।
সোমবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর বলেন, এ ঘটনায় পরের দিন (২০ জুলাই) মালেকা আক্তারের ভগ্নীপতি মো. তোতা মিয়া সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রোববার (২৪ জুলাই) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বেগুন টিউরী এলাকা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে সিআইডি।
মুক্তা ধর বলেন, গত দুই বছর আগে মানিকগঞ্জ সদরে পিংকী নামে এক নারীর সঙ্গে ফেরদৌসের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি মালেকা জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এই কলহের জেরে ফেরদৌস প্রায় গত সাত মাস আগে মালেকাকে ডিভোর্স দেয়।
এসএসপি মুক্তা ধর বলেন, ডিভোর্সের এক মাস পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পুনরায় তিনি মালেকা আক্তারকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। এরই মধ্যে মালেকা প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু ফেরদৌসের বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় থাকায় তাদের মধ্যে পুনরায় দাম্পত্য কলহ দেখা দেয়।
মুক্তা ধর বলেন, গত ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টায় একই বিষয় নিয়ে তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হয়। কলহের একপর্যায়ে ফেরদৌস অন্তঃসত্ত্বা মালেকার পেটে উপর্যুপরি লাথি-ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ফেরদৌস চিকিৎসার কোনো ব্যবস্থা না করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের কোনো সাড়া না পেয়ে তাদের ঘরে গিয়ে মালেকাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে আসে। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর ২০১৪ সালে বিয়ে করেছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একই এলাকার বাসিন্দা মালেকা আক্তার ও মো. ফেরদৌস আহমেদ। পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে তাঁদের। সম্প্রতি আবারও অন্তঃসত্ত্বা হয়েছিলেন মালেকা আক্তার। এরই মধ্যে দুই বছর আগে পিংকী নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ফেরদৌসের।
এই পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে শুরু হয় পারিবারিক কলহ। প্রায় প্রতিদিনই ঝগড়া হতো মালেকা ও ফেরদৌসের। গত ১৯ জুলাই পরকীয়া সম্পর্ক নিয়ে মালেকা ফেরদৌসকে প্রশ্ন করলে আবারও ঝগড়া শুরু হয় তাঁদের মধ্যে। ঝগড়ার একপর্যায়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মালেকার পেটে একাধিক লাথি-ঘুষি মেরে তাঁকে হত্যা করেন ফেরদৌস।
সোমবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর বলেন, এ ঘটনায় পরের দিন (২০ জুলাই) মালেকা আক্তারের ভগ্নীপতি মো. তোতা মিয়া সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে রোববার (২৪ জুলাই) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বেগুন টিউরী এলাকা থেকে ফেরদৌসকে গ্রেপ্তার করে সিআইডি।
মুক্তা ধর বলেন, গত দুই বছর আগে মানিকগঞ্জ সদরে পিংকী নামে এক নারীর সঙ্গে ফেরদৌসের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি মালেকা জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এই কলহের জেরে ফেরদৌস প্রায় গত সাত মাস আগে মালেকাকে ডিভোর্স দেয়।
এসএসপি মুক্তা ধর বলেন, ডিভোর্সের এক মাস পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পুনরায় তিনি মালেকা আক্তারকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। এরই মধ্যে মালেকা প্রায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু ফেরদৌসের বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় থাকায় তাদের মধ্যে পুনরায় দাম্পত্য কলহ দেখা দেয়।
মুক্তা ধর বলেন, গত ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টায় একই বিষয় নিয়ে তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হয়। কলহের একপর্যায়ে ফেরদৌস অন্তঃসত্ত্বা মালেকার পেটে উপর্যুপরি লাথি-ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ফেরদৌস চিকিৎসার কোনো ব্যবস্থা না করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাদের কোনো সাড়া না পেয়ে তাদের ঘরে গিয়ে মালেকাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে আসে। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে