নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড়ে একটি কারখানার ভেতরে এক নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এর আগে গত ৪ জুন সকালে ভুইগড় রঘুনাথপুর এলাকার ‘আলিফ গার্মেন্টস’ এ ঘটনা ঘটে। এই বিষয়ে প্রথমে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে সুরাহা না পাওয়ায় আজ শনিবার দুই আসামির বিরুদ্ধে এই মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
মামলায় উল্লেখ্য করা হয়, চলতি মাসে ভুক্তভোগী ওই কারখানায় যোগ দেন। দুদিন পর গত ৪ জুন সকালে কারখানায় গিয়ে দেখেন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ। পরের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মোল্লা নামে ওই গার্মেন্টসের আরেক শ্রমিক তাঁকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে।’ এই কথা শুনে ভুক্তভোগী অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মোল্লা ও আরেক যুবক তরুণীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।
ঘটনার পরদিন ভুক্তভোগী পুনরায় কাজে যোগ দেন। একই সঙ্গে বিষয়টি কারখানার মালিক কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী চাকরি ছেড়ে চলে আসেন। পরে ঘটনাটি তাঁর স্বামীকে খুলে বলেন। চাকরি ছেড়ে দেওয়ার খবর পেয়ে অভিযুক্ত মোল্লা ভুক্তভোগীর স্বামীর মোবাইলে ফোন দিয়ে ধর্ষণের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।
সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বিপ্লব কুমার দত্ত বলেন, মামলা দায়ের করা হয়েছে। আমরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ একটি হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড়ে একটি কারখানার ভেতরে এক নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এর আগে গত ৪ জুন সকালে ভুইগড় রঘুনাথপুর এলাকার ‘আলিফ গার্মেন্টস’ এ ঘটনা ঘটে। এই বিষয়ে প্রথমে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে সুরাহা না পাওয়ায় আজ শনিবার দুই আসামির বিরুদ্ধে এই মামলা করেন ভুক্তভোগী ওই নারী।
মামলায় উল্লেখ্য করা হয়, চলতি মাসে ভুক্তভোগী ওই কারখানায় যোগ দেন। দুদিন পর গত ৪ জুন সকালে কারখানায় গিয়ে দেখেন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ। পরের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মোল্লা নামে ওই গার্মেন্টসের আরেক শ্রমিক তাঁকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে।’ এই কথা শুনে ভুক্তভোগী অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মোল্লা ও আরেক যুবক তরুণীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।
ঘটনার পরদিন ভুক্তভোগী পুনরায় কাজে যোগ দেন। একই সঙ্গে বিষয়টি কারখানার মালিক কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী চাকরি ছেড়ে চলে আসেন। পরে ঘটনাটি তাঁর স্বামীকে খুলে বলেন। চাকরি ছেড়ে দেওয়ার খবর পেয়ে অভিযুক্ত মোল্লা ভুক্তভোগীর স্বামীর মোবাইলে ফোন দিয়ে ধর্ষণের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।
সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বিপ্লব কুমার দত্ত বলেন, মামলা দায়ের করা হয়েছে। আমরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ একটি হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫