প্রতিনিধি, উত্তরা (ঢাকা)

রাজধানীর দক্ষিণখানে করোনাভাইরাসের মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার বিজয় কৃষ্ণ তালুকদারসহ আরও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত এবং দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক (তদন্ত) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'করোনাভাইরাসের মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি মামলা করা হয়েছে। যার নম্বর-২২ (৮) ২১। ওই মামলায় করোনাভ্যাকসিন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে বিক্রির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।'
এর আগে দক্ষিণখান চালাবনের হাজীপাড়া এলাকার দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক থেকে বুধবার রাতে কোভিড-১৯ এর দুই ভায়াল মডার্না ভ্যাকসিন এবং ২০টি খালি বক্স জব্দ করা হয়।
করোনাভাইরাসের ভ্যাকসিনসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বেসরকারি ক্লিনিকের রোগীর বেডের নিচ থেকে একটি ভায়াল টিকাসহ বিজয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরও ২/৩ জন পালিয়ে যায়।
পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাসার ফ্রিজের ভেতর থেকে আরও একটি ভায়াল করোনার মডার্না ভ্যাকসিন জব্দ করা হয়।
পরিদর্শক আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'গ্রেপ্তার হওয়া বিজয় কৃষ্ণ করোনাভাইরাসের এসব টিকার ডোজ ৫০০ টাকা করে বিক্রি করত। এরই মধ্যে আমরা ওই ক্লিনিকের পাশের এক দোকানদার এবং তাঁর স্ত্রীকে এক হাজার টাকার বিনিময়ে টিকা দেওয়ার তথ্য পেয়েছি।'

রাজধানীর দক্ষিণখানে করোনাভাইরাসের মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার বিজয় কৃষ্ণ তালুকদারসহ আরও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত এবং দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক (তদন্ত) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'করোনাভাইরাসের মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি মামলা করা হয়েছে। যার নম্বর-২২ (৮) ২১। ওই মামলায় করোনাভ্যাকসিন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে বিক্রির অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।'
এর আগে দক্ষিণখান চালাবনের হাজীপাড়া এলাকার দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক থেকে বুধবার রাতে কোভিড-১৯ এর দুই ভায়াল মডার্না ভ্যাকসিন এবং ২০টি খালি বক্স জব্দ করা হয়।
করোনাভাইরাসের ভ্যাকসিনসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বেসরকারি ক্লিনিকের রোগীর বেডের নিচ থেকে একটি ভায়াল টিকাসহ বিজয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত আরও ২/৩ জন পালিয়ে যায়।
পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাসার ফ্রিজের ভেতর থেকে আরও একটি ভায়াল করোনার মডার্না ভ্যাকসিন জব্দ করা হয়।
পরিদর্শক আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'গ্রেপ্তার হওয়া বিজয় কৃষ্ণ করোনাভাইরাসের এসব টিকার ডোজ ৫০০ টাকা করে বিক্রি করত। এরই মধ্যে আমরা ওই ক্লিনিকের পাশের এক দোকানদার এবং তাঁর স্ত্রীকে এক হাজার টাকার বিনিময়ে টিকা দেওয়ার তথ্য পেয়েছি।'

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে