Ajker Patrika

বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি,ধামরাই
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১০: ৫০
বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেপ্তার

আশুলিয়ায় বাবাকে খুনের ঘটনায় সন্তান আফাজ উদ্দিনকে (৪০) ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ বুধবার ভোররাতে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মিসকিন শাহ রহমতুল্লাহ মাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আফাজ উদ্দিন শিমুলিয়ার টেঙ্গুরি এলাকার নিহত নুর মোহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ভোররাতে বাবা নুর মোহাম্মদকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্তান আফাজ উদ্দিন। ঘটনার পর সে আত্মগোপন করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। পরে বুধবার ভোর ৪টার দিকে ধামরাইয়ে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রক্তমাখা বটি, একটি রক্তমাখা বিছানার চাদর ও একটি রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আসামি আফাজ মানুষিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে মানুষিক রোগের চিকিৎসা চলছিল। সেদিন ভোরে আফাজ উদ্দিন তার বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার আফাজ উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উক্ত হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত