নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেত্র নিউজ নামের একটি গণমাধ্যমে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে ময়মনসিংহের ত্রিশালে তিনটি হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার তিন আসামির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন বলেন, ‘নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতা ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছে না, তাঁর স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করেছি। তিনি যেখানে যেখানে তাঁর স্বামী অবস্থান করতে পারেন এমন সন্দেহ করেছেন বা তিনি যদি তথ্য দিয়েছেন র্যাবের টিম তাঁর সহযোগিতায় তাঁকে খুঁজে বের করার চেষ্টা করেছি।’
র্যাবের সব অভিযান আইন মেনে করা হয় উল্লেখ করে খন্দকার মঈন বলেন, র্যাব একটি আইনশৃঙ্খলা বাহিনী। প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য-উপাত্ত প্রচারিত হয়েছে, তা সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য। কারণ এখানে যেভাবে তথ্য-উপাত্ত দেখিয়েছে, বিষয়টি আসলে সঠিক না।
গতকাল বুধবার মধ্যরাতে মানিকগঞ্জে র্যাবের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, সাভার থেকে মানিকগঞ্জের উদ্দেশে র্যাবের একটি মাইক্রোবাস যাচ্ছিল। পথে র্যাবের গাড়ির ওপর অতর্কিত গুলি চালানো হয়। এটি র্যাব-৪-এর একটি গাড়ি ছিল। তারা একটি অভিযানে যাচ্ছিল। মূলত গাড়িটি থামানোর উদ্দেশ্যে গুলি করা হয়। এতে র্যাবের গাড়িটিতে বেশ কয়েকটি গুলি লেগেছে। এরপরই পেছনে থাকা আমাদের টহল টিমের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। ঘটনার পরপরই আমাদের ফরেনসিক টিম গিয়ে কাজ শুরু করে। আরেকটি দল অস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখানে একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতের নাম মো. কাওসার বলে তার পরিচয় নিশ্চিত হয়। আহত কাওসারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে র্যাব জানতে পারে আহত কাওসার আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ ১২টিরও বেশি ডাকাতি মামলা রয়েছে। আহত কাওসার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।
র্যাবের ওপর বারবার এমন হামলা হয়েছে উল্লেখ করে র্যাবের মুখপাত্র বলেন, র্যাবের ওপর হামলা নতুন কিছু নয়। কিছুদিন আগেও কুমিল্লায় র্যাবের ওপর হামলা হয়েছে। সেখানে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে আইসিইউতে নিয়ে গুলি বের করতে হয়েছে। মাদকবিরোধীসহ বিভিন্ন অভিযানে র্যাবের ওপর হামলা হয়েছে। এসব হামলায় র্যাবের ২৯ জন সদস্য মারা গেছেন, প্রায় ১ হাজারের বেশি সদস্য আহত হয়েছেন। বিভিন্ন অভিযানে সন্ত্রাসীদের হামলা থাকবেই। এটা মেনে নিয়ে আমরা কাজ করছি।

নেত্র নিউজ নামের একটি গণমাধ্যমে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে ময়মনসিংহের ত্রিশালে তিনটি হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার তিন আসামির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন বলেন, ‘নেত্র নিউজে র্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতা ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছে না, তাঁর স্ত্রী যখন আমাদের কাছে এসেছেন, আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করেছি। তিনি যেখানে যেখানে তাঁর স্বামী অবস্থান করতে পারেন এমন সন্দেহ করেছেন বা তিনি যদি তথ্য দিয়েছেন র্যাবের টিম তাঁর সহযোগিতায় তাঁকে খুঁজে বের করার চেষ্টা করেছি।’
র্যাবের সব অভিযান আইন মেনে করা হয় উল্লেখ করে খন্দকার মঈন বলেন, র্যাব একটি আইনশৃঙ্খলা বাহিনী। প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য-উপাত্ত প্রচারিত হয়েছে, তা সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য। কারণ এখানে যেভাবে তথ্য-উপাত্ত দেখিয়েছে, বিষয়টি আসলে সঠিক না।
গতকাল বুধবার মধ্যরাতে মানিকগঞ্জে র্যাবের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, সাভার থেকে মানিকগঞ্জের উদ্দেশে র্যাবের একটি মাইক্রোবাস যাচ্ছিল। পথে র্যাবের গাড়ির ওপর অতর্কিত গুলি চালানো হয়। এটি র্যাব-৪-এর একটি গাড়ি ছিল। তারা একটি অভিযানে যাচ্ছিল। মূলত গাড়িটি থামানোর উদ্দেশ্যে গুলি করা হয়। এতে র্যাবের গাড়িটিতে বেশ কয়েকটি গুলি লেগেছে। এরপরই পেছনে থাকা আমাদের টহল টিমের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। ঘটনার পরপরই আমাদের ফরেনসিক টিম গিয়ে কাজ শুরু করে। আরেকটি দল অস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখানে একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতের নাম মো. কাওসার বলে তার পরিচয় নিশ্চিত হয়। আহত কাওসারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে র্যাব জানতে পারে আহত কাওসার আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ধর্ষণ, হত্যাসহ ১২টিরও বেশি ডাকাতি মামলা রয়েছে। আহত কাওসার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।
র্যাবের ওপর বারবার এমন হামলা হয়েছে উল্লেখ করে র্যাবের মুখপাত্র বলেন, র্যাবের ওপর হামলা নতুন কিছু নয়। কিছুদিন আগেও কুমিল্লায় র্যাবের ওপর হামলা হয়েছে। সেখানে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে আইসিইউতে নিয়ে গুলি বের করতে হয়েছে। মাদকবিরোধীসহ বিভিন্ন অভিযানে র্যাবের ওপর হামলা হয়েছে। এসব হামলায় র্যাবের ২৯ জন সদস্য মারা গেছেন, প্রায় ১ হাজারের বেশি সদস্য আহত হয়েছেন। বিভিন্ন অভিযানে সন্ত্রাসীদের হামলা থাকবেই। এটা মেনে নিয়ে আমরা কাজ করছি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫