নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনায় টেন্ডার মূল্যায়ন কমিটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার এই তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। এতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।
চিঠিতে টেন্ডার প্রক্রিয়ায় পিপিআর অনুযায়ী সব কাগজপত্র দেখে মূল্যায়ন হয়েছে কিনা এবং পিপিআর–এর কোনো ব্যত্যয় হয়েছে কিনা এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া তিন কর্মকর্তা হলেন, ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, বর্তমান প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও বর্তমান সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল।
এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার ডিএনসিসির অবসরপ্রাপ্ত সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, তিনি এখনো কারণ দর্শানোর নোটিশ হাতে পাননি। আর রমেন্দ্র নাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
একই ঘটনায় এক চীনা নাগরিকসহ বিটিআই সরবরাহকারী ৪ কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে ডিএনসিসি। ক্রয় চুক্তি অনুযায়ী আমদানি না করায় মামলা করা হয়েছে মার্শাল অ্যাগ্রোভ্যাট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও চীনা নাগরিক লি কিউইয়াংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ডিএনসিসির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল বাদী হয়ে এ মামলা করেন।
কারণ দর্শানোর চিঠি দেওয়া কর্মকর্তার মামলার বাদী হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা তিনি করতেই পারেন। কারণ তিনি ভান্ডার ও ক্রয় সেকশনের অফিসার। আমরা শোকজ করে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছি, ব্যাখ্যায় ত্রুটি-বিচ্যুতি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের সিদ্ধান্তে এটা করা হয়েছে। আমাদের আইনজীবী জানিয়েছেন, এতে কোনো অসুবিধা হবে না।’

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনায় টেন্ডার মূল্যায়ন কমিটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার এই তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। এতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।
চিঠিতে টেন্ডার প্রক্রিয়ায় পিপিআর অনুযায়ী সব কাগজপত্র দেখে মূল্যায়ন হয়েছে কিনা এবং পিপিআর–এর কোনো ব্যত্যয় হয়েছে কিনা এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া তিন কর্মকর্তা হলেন, ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, বর্তমান প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও বর্তমান সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল।
এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার ডিএনসিসির অবসরপ্রাপ্ত সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, তিনি এখনো কারণ দর্শানোর নোটিশ হাতে পাননি। আর রমেন্দ্র নাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
একই ঘটনায় এক চীনা নাগরিকসহ বিটিআই সরবরাহকারী ৪ কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে ডিএনসিসি। ক্রয় চুক্তি অনুযায়ী আমদানি না করায় মামলা করা হয়েছে মার্শাল অ্যাগ্রোভ্যাট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও চীনা নাগরিক লি কিউইয়াংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ডিএনসিসির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল বাদী হয়ে এ মামলা করেন।
কারণ দর্শানোর চিঠি দেওয়া কর্মকর্তার মামলার বাদী হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা তিনি করতেই পারেন। কারণ তিনি ভান্ডার ও ক্রয় সেকশনের অফিসার। আমরা শোকজ করে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছি, ব্যাখ্যায় ত্রুটি-বিচ্যুতি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের সিদ্ধান্তে এটা করা হয়েছে। আমাদের আইনজীবী জানিয়েছেন, এতে কোনো অসুবিধা হবে না।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে