নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী গুলশানের কূটনৈতিক এলাকায় পেট্রোল বোমাসহ দেলোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় গুলশানের থাইল্যান্ড দূতাবাস সংলগ্ন সড়কে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর গাড়িতে তিনি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। হামলার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গুলশান থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, দেলোয়ারের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আমির হোসেন।
সিটিটিসি জানিয়েছে, দেলোয়ারকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গিবাদে তিনি এলোমেলো তথ্য দিচ্ছেন। তিনি মানসিক ভারসাম্যহীন নাকি জঙ্গিবাদে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।
গুলশান থানা-পুলিশ জানায়, দেলোয়ার এআইইউবি’র মাইক্রোবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। গাড়িতে সেসময় এআইইউবির সিনিয়র এক্সিকিউটিভ নজরুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ নাজমুল হাসান ছিলেন। সামান্য আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁরা স্থানীয় পথচারীদের সহায়তায় দেলোয়ারকে আটক করেন। পরে পুলিশ তাঁর ব্যাগ থেকে ওই সময় দেড় লিটার তরল পদার্থ, দুইটি ছুরি ও জাপানি নাগরিকত্বের একটি কার্ড উদ্ধার করে।
দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছে, দেলোয়ারের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জার্মিত্তা এলাকায়। তিনি দীর্ঘ দিন জাপানে ছিলেন। বছরখানেক আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি হামলার জন্য গুলশানে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। দেলোয়ারের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস ও কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

রাজধানী গুলশানের কূটনৈতিক এলাকায় পেট্রোল বোমাসহ দেলোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় গুলশানের থাইল্যান্ড দূতাবাস সংলগ্ন সড়কে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর গাড়িতে তিনি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। হামলার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গুলশান থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, দেলোয়ারের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আমির হোসেন।
সিটিটিসি জানিয়েছে, দেলোয়ারকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জঙ্গিবাদে তিনি এলোমেলো তথ্য দিচ্ছেন। তিনি মানসিক ভারসাম্যহীন নাকি জঙ্গিবাদে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।
গুলশান থানা-পুলিশ জানায়, দেলোয়ার এআইইউবি’র মাইক্রোবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। গাড়িতে সেসময় এআইইউবির সিনিয়র এক্সিকিউটিভ নজরুল ইসলাম ও জুনিয়র এক্সিকিউটিভ নাজমুল হাসান ছিলেন। সামান্য আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁরা স্থানীয় পথচারীদের সহায়তায় দেলোয়ারকে আটক করেন। পরে পুলিশ তাঁর ব্যাগ থেকে ওই সময় দেড় লিটার তরল পদার্থ, দুইটি ছুরি ও জাপানি নাগরিকত্বের একটি কার্ড উদ্ধার করে।
দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছে, দেলোয়ারের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জার্মিত্তা এলাকায়। তিনি দীর্ঘ দিন জাপানে ছিলেন। বছরখানেক আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি হামলার জন্য গুলশানে গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। দেলোয়ারের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস ও কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে