নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানায় ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ করতে এসে নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. মনির হোসেন মুন্না নামের এক ব্যক্তি। গত সোমবার এক বন্ধুর টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিজের ভাইয়ের বাসায় রেখে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, গত সোমবার মো. মনির হোসেন মুন্না থানায় এসে ১০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের বর্ণনা দিয়ে অভিযোগ করতে চান। তিনি বলেন, ‘এত বেশি টাকার কথা শুনে সন্দেহ হয়। তাৎক্ষণিক টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয় পুলিশ।’
ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মনির হোসেনকে আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে থানা-পুলিশ। তখন প্রকাশ্যে আসে থলের বিড়াল। জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করেন, তিনি নিজেই ১০ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা করে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছেন।
টাকা উদ্ধার সম্পর্কে মো. পারভেজ ইসলাম বলেন, ‘পরে সেদিনই বেলা ১১টায় পল্লবীর ২ নম্বর রোডের মুন্না ভাইয়ের ভাড়া বাসা থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।’ এ ঘটনায় মুন্নার বন্ধুর অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্লবী থানায় করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পারভেজ বলেন, ‘এ টাকার প্রকৃত মালিক বাদীর ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী মো. ফকরুল আলম। তিনি পল্লবীর এক বন্ধুর কাছে এ টাকা পাওনা ছিলেন। বাদী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর বন্ধু মুন্নাকে পাওনাদারের কাছে টাকা আনতে যেতে বলেন। মুন্না পাওনাদারের কাছ থেকে চেক নিয়ে ব্র্যাক ব্যাংক পল্লবী শাখা থেকে টাকা ওঠান। পরে টাকা তাঁর ভাইয়ের বাসায় রেখে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে অভিযোগ করতে থানায় আসেন।’
মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর পল্লবী থানায় ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ করতে এসে নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মো. মনির হোসেন মুন্না নামের এক ব্যক্তি। গত সোমবার এক বন্ধুর টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিজের ভাইয়ের বাসায় রেখে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, গত সোমবার মো. মনির হোসেন মুন্না থানায় এসে ১০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের বর্ণনা দিয়ে অভিযোগ করতে চান। তিনি বলেন, ‘এত বেশি টাকার কথা শুনে সন্দেহ হয়। তাৎক্ষণিক টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হয় পুলিশ।’
ঘটনাটি সন্দেহজনক হওয়ায় মনির হোসেনকে আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে থানা-পুলিশ। তখন প্রকাশ্যে আসে থলের বিড়াল। জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করেন, তিনি নিজেই ১০ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা করে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছেন।
টাকা উদ্ধার সম্পর্কে মো. পারভেজ ইসলাম বলেন, ‘পরে সেদিনই বেলা ১১টায় পল্লবীর ২ নম্বর রোডের মুন্না ভাইয়ের ভাড়া বাসা থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।’ এ ঘটনায় মুন্নার বন্ধুর অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্লবী থানায় করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পারভেজ বলেন, ‘এ টাকার প্রকৃত মালিক বাদীর ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী মো. ফকরুল আলম। তিনি পল্লবীর এক বন্ধুর কাছে এ টাকা পাওনা ছিলেন। বাদী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর বন্ধু মুন্নাকে পাওনাদারের কাছে টাকা আনতে যেতে বলেন। মুন্না পাওনাদারের কাছ থেকে চেক নিয়ে ব্র্যাক ব্যাংক পল্লবী শাখা থেকে টাকা ওঠান। পরে টাকা তাঁর ভাইয়ের বাসায় রেখে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে অভিযোগ করতে থানায় আসেন।’
মুন্নাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৩ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে