রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মসজিদে মুসল্লিদের সারিতে বাবার সঙ্গে এক কন্যাশিশুকে নেওয়া কেন্দ্র করে সংঘাতের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা যান লাল চাঁন (২৮) নামে ওই যুবক। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই হযরত আলী।
লাল চাঁন উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মৃত ময়ধর আলীর ছেলে। তিনি নবজাতকসহ চার সন্তানের জনক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম তাঁর চার বছরের মেয়ে নুসরাতকে নিয়ে মাগরিবের ওয়াক্তে বাড়ির পাশের মসজিদে যান। জামাত শুরু হলে মেয়েকে নিয়ে ইমামের পেছনের সারিতে দাঁড়ান। এ নিয়ে আপত্তি তোলেন প্রতিবেশী আলা উদ্দিনসহ আরও কয়েকজন। এরই জেরে নামাজের পর দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলা উদ্দিনকে মারধর করেন নুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা।
আলা উদ্দিনকে মেরে আহত করার সংবাদ শুনে রাতে তাঁকে দেখতে আসেন ভাগনে লাল চাঁন। মামার সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে নুরুল ইসলাম, জুয়েল, মুক্তার ও অলি মিলে লাল চাঁনের মাথায় উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা লাল চাঁনকে ঢাকায় পাঠাতে বলেন। রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে মারা যান লাল চাঁন।
লাল চাঁনের মামা আলা উদ্দিন বলেন, ‘নাবালক একটি মেয়ে ইমামের পেছনে দাঁড়ানো নিয়ে কথা বলায় মেয়েটির বাবা নুরুল আমাকে প্রথমে গালি দেয়। পরে চড়থাপ্পড় ও মারধর করে। রাতে ভাগনে লাল চাঁন আমাকে দেখে বাড়ি যাওয়ার পথে নুরুল ও তার লোকজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে আড়ো প্রধানবাড়ির মসজিদের ইমাম মো. মোফাজ্জল বলেন, ‘একটি মেয়ে শিশু আমার পেছনের সারিতে দাঁড়ানো নিয়ে দুজন মুসল্লির মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। এ মসজিদে আমি নতুন তাই ওই দুজন ব্যক্তির নাম পরিচয় জানি না। রাত ১০টার দিকে মসজিদের বাইরে ঝগড়ার শব্দ শুনেছি। তারপর কী হয়েছে জানি না।’
স্বামীর মৃত্যুর পর লাল চাঁনের স্ত্রী সাত দিনের সন্তান কোলে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন, ‘আমার স্বামী তো কোনো ঝগড়াঝাঁটিতে ছিল না। কী অপরাধ ছিল তার? চার সন্তান নিয়ে কী করে সংসার চলবে!’
অভিযুক্ত নুরুলের মা মনোয়ারা বলেন, ‘রাতে ছেলের সঙ্গে চার বছরের নাতি নুসরাত মসজিদে গিয়েছিল। এ নিয়ে আলা উদ্দিনের সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনায় আমার ছেলে নুরুল, মেয়ে আমেনা ও ভাশুরের ছেলে জুয়েল আহত হয়েছে। এর বেশি কিছু জানি না।’
এ ব্যাপারে রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার বলেন, ‘লাল চাঁনের পরিবারের পক্ষ থেকে শনিবার একটি মারধরের অভিযোগ করেছে। আজ যেহেতু সে মারা গেছে সেহেতু সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।’
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘মারামারি হয়েছে শুনেছি। তবে এ ঘটনায় কেউ মারা গেছে কি না এখনো নিশ্চিত হতে পারিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এলাকায় অভিযান অব্যাহত আছে।’

নরসিংদীর রায়পুরায় মসজিদে মুসল্লিদের সারিতে বাবার সঙ্গে এক কন্যাশিশুকে নেওয়া কেন্দ্র করে সংঘাতের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা যান লাল চাঁন (২৮) নামে ওই যুবক। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই হযরত আলী।
লাল চাঁন উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মৃত ময়ধর আলীর ছেলে। তিনি নবজাতকসহ চার সন্তানের জনক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম তাঁর চার বছরের মেয়ে নুসরাতকে নিয়ে মাগরিবের ওয়াক্তে বাড়ির পাশের মসজিদে যান। জামাত শুরু হলে মেয়েকে নিয়ে ইমামের পেছনের সারিতে দাঁড়ান। এ নিয়ে আপত্তি তোলেন প্রতিবেশী আলা উদ্দিনসহ আরও কয়েকজন। এরই জেরে নামাজের পর দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলা উদ্দিনকে মারধর করেন নুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা।
আলা উদ্দিনকে মেরে আহত করার সংবাদ শুনে রাতে তাঁকে দেখতে আসেন ভাগনে লাল চাঁন। মামার সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে নুরুল ইসলাম, জুয়েল, মুক্তার ও অলি মিলে লাল চাঁনের মাথায় উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করেন। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা লাল চাঁনকে ঢাকায় পাঠাতে বলেন। রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে মারা যান লাল চাঁন।
লাল চাঁনের মামা আলা উদ্দিন বলেন, ‘নাবালক একটি মেয়ে ইমামের পেছনে দাঁড়ানো নিয়ে কথা বলায় মেয়েটির বাবা নুরুল আমাকে প্রথমে গালি দেয়। পরে চড়থাপ্পড় ও মারধর করে। রাতে ভাগনে লাল চাঁন আমাকে দেখে বাড়ি যাওয়ার পথে নুরুল ও তার লোকজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে আড়ো প্রধানবাড়ির মসজিদের ইমাম মো. মোফাজ্জল বলেন, ‘একটি মেয়ে শিশু আমার পেছনের সারিতে দাঁড়ানো নিয়ে দুজন মুসল্লির মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। এ মসজিদে আমি নতুন তাই ওই দুজন ব্যক্তির নাম পরিচয় জানি না। রাত ১০টার দিকে মসজিদের বাইরে ঝগড়ার শব্দ শুনেছি। তারপর কী হয়েছে জানি না।’
স্বামীর মৃত্যুর পর লাল চাঁনের স্ত্রী সাত দিনের সন্তান কোলে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন, ‘আমার স্বামী তো কোনো ঝগড়াঝাঁটিতে ছিল না। কী অপরাধ ছিল তার? চার সন্তান নিয়ে কী করে সংসার চলবে!’
অভিযুক্ত নুরুলের মা মনোয়ারা বলেন, ‘রাতে ছেলের সঙ্গে চার বছরের নাতি নুসরাত মসজিদে গিয়েছিল। এ নিয়ে আলা উদ্দিনের সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনায় আমার ছেলে নুরুল, মেয়ে আমেনা ও ভাশুরের ছেলে জুয়েল আহত হয়েছে। এর বেশি কিছু জানি না।’
এ ব্যাপারে রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার বলেন, ‘লাল চাঁনের পরিবারের পক্ষ থেকে শনিবার একটি মারধরের অভিযোগ করেছে। আজ যেহেতু সে মারা গেছে সেহেতু সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।’
সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘মারামারি হয়েছে শুনেছি। তবে এ ঘটনায় কেউ মারা গেছে কি না এখনো নিশ্চিত হতে পারিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এলাকায় অভিযান অব্যাহত আছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে