নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।
আজ বুধবার দুপুরে র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রবিউল র্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণের তিন দিন পর এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-২। গতকাল মঙ্গলবার মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে তাঁকে উদ্ধারের সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম (২১)। গ্রেপ্তারকৃত দুজন হলেন অপহরণ চক্রের মূল হোতা জেসমিন আক্তার (৩৫) ও তাঁর সহযোগী মো. রাজু (৪৫)।
আজ বুধবার দুপুরে র্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রবিউল ইসলাম (২১)। গত ৭ অক্টোবর সকালে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে ফিরে না আসায় রবিউলের বড় ভাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাঁর মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে রবিউলকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বড় ভাই। অপহরণের পরদিন সকালে রবিউলের মোবাইল ফোন দিয়ে তাঁর সৌদিপ্রবাসী বাবার ইমো নম্বরে ফোন করে ছেলেকে অপহরণের তথ্য জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শিহাব করিম বলেন, এরপর গত ৯ অক্টোবর রবিউলের ভাই মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে র্যাব-২-এ একটি অভিযোগ করেন। পরে র্যাব-২-এর একটি দল রবিউলকে উদ্ধারে অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্লবী এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেসমিন আক্তারের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রবিউল র্যাবকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে জোর করে তাঁকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
র্যাব জানায়, অপহরণের ঘটনায় রবিউলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
১ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে