Ajker Patrika

হেলমেটের ভেতরে মাদক বহন করত মনির, অতঃপর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেলমেটের ভেতরে মাদক বহন করত মনির, অতঃপর গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের হেলমেটের ভেতরে ইয়াবা পাচারকালে মনির নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। 

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মনির (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেলমেটের ভেতর থেকে ৫ হাজার ১২৮ পিস ইয়াবা, একটি মোবাইল ও ৩ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনির একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, মনির বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত