ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুই পায়ে ব্যান্ডেজ করা এক ব্যক্তির মরদেহ রেখে পালিয়ে গেছেন এক লোক। মৃত ঘোষণার পরপরই ইসমাইল নামে ওই ব্যক্তি পালিয়ে যান। হাসপাতালের নথি থেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম মাসুদ (৪০)।
আজ মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগে বেলা ২টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই পালিয়ে যান ইসমাইল। মৃত ব্যক্তির পরনে ছিল একটি ময়লাযুক্ত লুঙ্গি, সারা শরীর ধুলামাখা। দুই পায়ে ব্যান্ডেজ করা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা ইসমাইল নামে এক ব্যক্তি জানান, গাবতলী এলাকায় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান। উদ্ধারকারী ইসমাইল হাসপাতালের টিকিটে মৃত ব্যক্তির নাম লিখেছেন মাসুদ (৪০)। তবে নামটি সঠিক কি না যাচাই করা যায়নি। মৃত ঘোষণার পরপরই ইসমাইলকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের কাগজপত্রে থাকা তাঁর মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে একটা সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত গাবতলী এলাকায় কোনো সড়ক দুর্ঘটনার সংবাদ আমাদের কাছে নেই। সেখানে সব সময় পুলিশ ও অন্যান্য বাহিনী উপস্থিত থাকে। আর এখন তো ঈদের সময়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও বেশি। কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই আমরা জানতাম। তবুও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুই পায়ে ব্যান্ডেজ করা এক ব্যক্তির মরদেহ রেখে পালিয়ে গেছেন এক লোক। মৃত ঘোষণার পরপরই ইসমাইল নামে ওই ব্যক্তি পালিয়ে যান। হাসপাতালের নথি থেকে জানা যায়, মৃত ব্যক্তির নাম মাসুদ (৪০)।
আজ মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগে বেলা ২টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই পালিয়ে যান ইসমাইল। মৃত ব্যক্তির পরনে ছিল একটি ময়লাযুক্ত লুঙ্গি, সারা শরীর ধুলামাখা। দুই পায়ে ব্যান্ডেজ করা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা ইসমাইল নামে এক ব্যক্তি জানান, গাবতলী এলাকায় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান। উদ্ধারকারী ইসমাইল হাসপাতালের টিকিটে মৃত ব্যক্তির নাম লিখেছেন মাসুদ (৪০)। তবে নামটি সঠিক কি না যাচাই করা যায়নি। মৃত ঘোষণার পরপরই ইসমাইলকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের কাগজপত্রে থাকা তাঁর মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে একটা সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। গাবতলী এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত গাবতলী এলাকায় কোনো সড়ক দুর্ঘটনার সংবাদ আমাদের কাছে নেই। সেখানে সব সময় পুলিশ ও অন্যান্য বাহিনী উপস্থিত থাকে। আর এখন তো ঈদের সময়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও বেশি। কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই আমরা জানতাম। তবুও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৫ দিন আগে