Ajker Patrika

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

গাজীপুর প্রতিনিধি
গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

গোপনে করা গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাজীপুরের কাশিমপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তি (৪০) গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ কাশিমপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী অভিযুক্ত ওই ব্যক্তির আত্মীয় বলে জানা গেছে। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, ‘ভুক্তভোগী নারী গ্রেপ্তার আসামির খালাতো ছোট ভাইয়ের স্ত্রী। আত্মীয়তার সূত্রে আসামি খালাতো ভাইয়ের বাসায় আসা-যাওয়া করত। এ সুযোগে খালাতো ভাইয়ের স্ত্রী গোসলের সময় আসামি গোপনে তার মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করে। 

পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে। গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাসায় এসে পুনরায় জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি মোবাইল ফোনে ধারণ করে।’ 

তিনি বলেন, ‘পরে আসামি ধর্ষণের ভিডিও দেখিয়ে ওই গৃহবধূকে মানসিক নির্যাতন করতে থাকে। এতে ওই গৃহবধূ মানসিকভাবে ভেঙে পড়েন।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাধ্য হয়ে গত শনিবার রাতে তিনি থানায় এসে অভিযোগ করলে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। আলামত হিসেবে কম্পিউটার জব্দ করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত