ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় এক ইয়াবা ব্যবসায়ীর পেট থেকে বের করা হয়েছে ২৬টি পলিথিনের প্যাকেট। প্রতিটি প্যাকেটে ৪০টি করে মোট ১ হাজার ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মালিগ্রাম বাজারের ফ্লাইওভারের নিচে সিএনজি অটোরিকশায় বসে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ইয়াবা ট্যাবলেট বহনকারী ওই ব্যক্তি কক্সবাজারের উখিয়া উপজেলার ছোটন দাস। ছোটন দাসের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রুমখা পালং গ্রামে। তাঁর সঙ্গে একই এলাকার নূর মোহাম্মদ (২৪) এবং ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের আমির হোসেন (২১) ছিলেন। কক্সবাজারের উখিয়া থেকে ছোটন এই ট্যাবলেটগুলি পেটে বহন করে ভাঙ্গায় বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।
ভাঙ্গা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ এবং তার সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার মালিগ্রামে অভিযান পরিচালনাকালে একটি সিএনজি অটোরিকশায় বসে থাকা তিন যুবককে গ্রেপ্তার করেন। পরে সার্চ করা হলে তাঁদের কাছে কোনো ইয়াবা ট্যাবলেট নেই বলে জানান। পরে পুলিশ তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে এক্স-রে করায়। সন্ধ্যায় এক্স-রে পরিচালনার সময় এই তিন যুবকের মধ্যে ছোটন দাসের (৩১) পেটের ভেতরে পলিথিনের প্যাকেট দেখা যায়। তাঁকে ওষুধ খাওয়ানো হলে ২৬টি পলিথিনের প্যাকেট তাঁর পায়ুপথ দিয়ে বের হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের এই চক্রের পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভাঙ্গায় এক ইয়াবা ব্যবসায়ীর পেট থেকে বের করা হয়েছে ২৬টি পলিথিনের প্যাকেট। প্রতিটি প্যাকেটে ৪০টি করে মোট ১ হাজার ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মালিগ্রাম বাজারের ফ্লাইওভারের নিচে সিএনজি অটোরিকশায় বসে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ইয়াবা ট্যাবলেট বহনকারী ওই ব্যক্তি কক্সবাজারের উখিয়া উপজেলার ছোটন দাস। ছোটন দাসের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রুমখা পালং গ্রামে। তাঁর সঙ্গে একই এলাকার নূর মোহাম্মদ (২৪) এবং ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের আমির হোসেন (২১) ছিলেন। কক্সবাজারের উখিয়া থেকে ছোটন এই ট্যাবলেটগুলি পেটে বহন করে ভাঙ্গায় বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।
ভাঙ্গা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ এবং তার সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার মালিগ্রামে অভিযান পরিচালনাকালে একটি সিএনজি অটোরিকশায় বসে থাকা তিন যুবককে গ্রেপ্তার করেন। পরে সার্চ করা হলে তাঁদের কাছে কোনো ইয়াবা ট্যাবলেট নেই বলে জানান। পরে পুলিশ তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে এক্স-রে করায়। সন্ধ্যায় এক্স-রে পরিচালনার সময় এই তিন যুবকের মধ্যে ছোটন দাসের (৩১) পেটের ভেতরে পলিথিনের প্যাকেট দেখা যায়। তাঁকে ওষুধ খাওয়ানো হলে ২৬টি পলিথিনের প্যাকেট তাঁর পায়ুপথ দিয়ে বের হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের এই চক্রের পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৬ দিন আগে