মাদারীপুর প্রতিনিধি

অনৈতিক কাজের ভিডিও মুছতে মাদারীপুরের কালকিনিতে এক বন্ধু হত্যা করল আরেক বন্ধুকে । এসএসসি পরীক্ষার্থী জহিরুল ইসলাম সরদারকে হত্যার এক সপ্তাহ পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ক্লুলেস ঘটনার রহস্য উদযাটন করল পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা জহিরুলের বন্ধু নুরুজ্জামান ইসলামকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে দুপুরে নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে।
গ্রেপ্তারকৃত আসামি কালকিনি উপজেলার মহরদ্দিনচর এলাকার সালাম হাওলাদের ছেলে নুরুজ্জামান ইসলাম। সে নিহত জহিরুল ইসলামের বন্ধু।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নিহত জহিরুল ও নুরুজ্জামান খুব ভালো বন্ধু ছিল। নুরুজ্জামান বিভিন্ন সময়ে জহিরুলের বাসায় যেতো। তারা বিভিন্ন সময়ে পতিতাদের সঙ্গে থাকত। কোনো এক সময়ে পতিতার সঙ্গে নুরুজ্জামানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তার মুঠোফোনে ধারণ করে জহিরুল। সেই ভিডিও দিয়ে নুরুজ্জামানকে ব্ল্যাকমেল করতে থাকেন জহিরুল। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে জহিরুলকে হত্যা করার পরিকল্পনা করে নুরুজ্জামান। ঘটনার দিন গেল ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে নুরুজ্জামান জহিরুলের বাসায় আসে। আনুমানিক রাত ৪ থেকে সাড়ে ৪টার দিকে ঘুমিয়ে থাকা জহিরুলকে ধারালো দা দিয়ে পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। এবং বেশ কয়েকটি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করার পরে পালিয়ে যায় নুরুজ্জামান।’
এসপি আরও বলেন, ‘পরের দিন ২৪ ফেব্রুয়ারি সকালে নিজ কক্ষে জহিরুল ইসলামে গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি নিহতের ভাই শাহীন সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরে জেলা গোয়েন্দা শাখা মাদারীপুর ও কালকিনি থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল বুধবার ঢাকার শ্যামপুর এলাকা হতে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে জহিরুলের ব্যবহারকৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়। নুরুজ্জামান পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়।’
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘আমরা ঘটনার পরেই চাঞ্চল্যকর এই হত্যার তদন্তে নামি এবং একটা ব্যাপার খেয়াল করি জহিরুল খুন হওয়ার পরে তার বন্ধু নুরুজ্জামান পলাতক ছিল। যে কি না ঘটনার আগের দিনও জহিরুলের সঙ্গে সময় কাটিয়েছিল। পরবর্তীতে আমরা ঘটনার সঙ্গে নুরুজ্জামানের সম্পৃক্ততা পাই এবং তাকে গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জহিরুলকে হত্যার কথা স্বীকার করে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপরেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-কালকিনি সার্কেল) এএমএম ওয়াসিম ফিরোজ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল প্রমুখ।

অনৈতিক কাজের ভিডিও মুছতে মাদারীপুরের কালকিনিতে এক বন্ধু হত্যা করল আরেক বন্ধুকে । এসএসসি পরীক্ষার্থী জহিরুল ইসলাম সরদারকে হত্যার এক সপ্তাহ পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ক্লুলেস ঘটনার রহস্য উদযাটন করল পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা জহিরুলের বন্ধু নুরুজ্জামান ইসলামকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে দুপুরে নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে।
গ্রেপ্তারকৃত আসামি কালকিনি উপজেলার মহরদ্দিনচর এলাকার সালাম হাওলাদের ছেলে নুরুজ্জামান ইসলাম। সে নিহত জহিরুল ইসলামের বন্ধু।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নিহত জহিরুল ও নুরুজ্জামান খুব ভালো বন্ধু ছিল। নুরুজ্জামান বিভিন্ন সময়ে জহিরুলের বাসায় যেতো। তারা বিভিন্ন সময়ে পতিতাদের সঙ্গে থাকত। কোনো এক সময়ে পতিতার সঙ্গে নুরুজ্জামানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তার মুঠোফোনে ধারণ করে জহিরুল। সেই ভিডিও দিয়ে নুরুজ্জামানকে ব্ল্যাকমেল করতে থাকেন জহিরুল। একপর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে জহিরুলকে হত্যা করার পরিকল্পনা করে নুরুজ্জামান। ঘটনার দিন গেল ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে নুরুজ্জামান জহিরুলের বাসায় আসে। আনুমানিক রাত ৪ থেকে সাড়ে ৪টার দিকে ঘুমিয়ে থাকা জহিরুলকে ধারালো দা দিয়ে পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। এবং বেশ কয়েকটি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করার পরে পালিয়ে যায় নুরুজ্জামান।’
এসপি আরও বলেন, ‘পরের দিন ২৪ ফেব্রুয়ারি সকালে নিজ কক্ষে জহিরুল ইসলামে গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি নিহতের ভাই শাহীন সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরে জেলা গোয়েন্দা শাখা মাদারীপুর ও কালকিনি থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল বুধবার ঢাকার শ্যামপুর এলাকা হতে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে জহিরুলের ব্যবহারকৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়। নুরুজ্জামান পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়।’
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘আমরা ঘটনার পরেই চাঞ্চল্যকর এই হত্যার তদন্তে নামি এবং একটা ব্যাপার খেয়াল করি জহিরুল খুন হওয়ার পরে তার বন্ধু নুরুজ্জামান পলাতক ছিল। যে কি না ঘটনার আগের দিনও জহিরুলের সঙ্গে সময় কাটিয়েছিল। পরবর্তীতে আমরা ঘটনার সঙ্গে নুরুজ্জামানের সম্পৃক্ততা পাই এবং তাকে গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জহিরুলকে হত্যার কথা স্বীকার করে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপরেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-কালকিনি সার্কেল) এএমএম ওয়াসিম ফিরোজ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল প্রমুখ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে