Ajker Patrika

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে লুৎফুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার পাকুল্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান মির্জাপুরের চিতেশ্বরী গ্রামের মো. মাইনুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। 

আজ মঙ্গলবার র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে লুৎফুর রহমান তাঁর সহকর্মীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ওই নারীকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং তা গোপনে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলে রাখে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন। 

শুধু তাই নয়, লুৎফুর রহমান ওই নারীকে নানা সময় ধর্ষণের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ডেকে নেয়। এতে ওই নারী মানসিকভাবে চাপের মুখে পড়েন। একপর্যায়ে ওই নারী টাঙ্গাইল র‍্যাব কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে র‍্যাবের একটি টিম তদন্তে নামে। তাঁরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পাকুল্যা থেকে লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেন। 

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গ্রেপ্তারকৃতের কাছে থাকা ভিডিও ও ছবি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুৎফুর রহমান ব্ল্যাকমেলের মাধ্যমে ওই নারীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। 

এ বিষয়ে মির্জাপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত