সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়ক থেকে চালককে মারধর করে ট্রাক ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাঠ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার হাইমচর থানার দক্ষিণ আলগী গ্রামের মো. সুলতানের ছেলে মো. আল আমিন (২৭), পটুয়াখালী জেলার বাউফল থানার কাশিপুর গ্রামের মো. আনোয়ারের ছেলে মো. বাবুল (২০), ফরিদপুর জেলার সদরপুর থানার বাবুরচরের মো. জমির হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৬), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইসলামাবাদ এলাকার মৃত শুকুরের ছেলে মো. সোহেল (২৮) এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষ কান্দি গ্রামের এরশাদ ফকিরের ছেলে মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, আলামিন ও বাবুলসহ ৪-৫ জন গত ৬ আগস্ট ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রিজে চলন্ত ট্রাক থামিয়ে চালক সজীবকে (২৫) বেধড়ক মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়। ৭ আগস্ট গাড়ির মালিক মোতালেব পাটোয়ারি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, আজ বিকেলে গ্রেপ্তারকৃত রিফাত, সোহেল ও রাসেল আল আমিনের পরামর্শে ট্রাকটি বিক্রি করার পরিকল্পনা করে। এ সময় এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তাঁরা। সেই সূত্র ধরে তাঁদের দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরার একটি পরিত্যক্ত মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ট্রাকটি। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও বাবুলকে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, আটক করে ট্রাক মালিকের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তারা একটি অপরাধী চক্র। তারা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁদের এক গ্রুপ গাড়ি ডাকাতি করে ও আরেকটি গ্রুপ গাড়ি বিক্রির কাজ করে। আগামীকাল তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ঢাকা-আরিচা মহাসড়ক থেকে চালককে মারধর করে ট্রাক ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাঠ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার হাইমচর থানার দক্ষিণ আলগী গ্রামের মো. সুলতানের ছেলে মো. আল আমিন (২৭), পটুয়াখালী জেলার বাউফল থানার কাশিপুর গ্রামের মো. আনোয়ারের ছেলে মো. বাবুল (২০), ফরিদপুর জেলার সদরপুর থানার বাবুরচরের মো. জমির হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৬), ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ইসলামাবাদ এলাকার মৃত শুকুরের ছেলে মো. সোহেল (২৮) এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষ কান্দি গ্রামের এরশাদ ফকিরের ছেলে মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, আলামিন ও বাবুলসহ ৪-৫ জন গত ৬ আগস্ট ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রিজে চলন্ত ট্রাক থামিয়ে চালক সজীবকে (২৫) বেধড়ক মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়। ৭ আগস্ট গাড়ির মালিক মোতালেব পাটোয়ারি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানায়, আজ বিকেলে গ্রেপ্তারকৃত রিফাত, সোহেল ও রাসেল আল আমিনের পরামর্শে ট্রাকটি বিক্রি করার পরিকল্পনা করে। এ সময় এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তাঁরা। সেই সূত্র ধরে তাঁদের দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরার একটি পরিত্যক্ত মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ট্রাকটি। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিন ও বাবুলকে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, আটক করে ট্রাক মালিকের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তারা একটি অপরাধী চক্র। তারা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁদের এক গ্রুপ গাড়ি ডাকাতি করে ও আরেকটি গ্রুপ গাড়ি বিক্রির কাজ করে। আগামীকাল তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫