ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী মিরহাজীরবাগে রাস্তা থেকে শাওন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ মিরহাজীরবাগ আবু হাজী স্কুলের গলি থেকে লাশটি উদ্ধার করে। পরে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
শাওন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝের চর গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে শ্যামপুর মিরহাজীরবাগ এলাকায় স্ত্রী জিয়াসমিন আক্তার ও তিন বছরের ছেলে সিয়ামকে নিয়ে ভাড়া থাকতেন। শাওন টিকাটুলীতে একটি ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতেন। বেশ কিছুদিন ধরে চাকরি ছেড়ে শাওন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলে জানান তাঁর বড় ভাই মো. মাসুম।
শাওনের বড় ভাই মাসুম বলেন, ‘শাওনের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি। এলাকায় একটি মেয়ের সঙ্গে শাওনের সম্পর্ক ছিল। গতকাল রাতে মিরহাজীরবাগ এলাকায় একটি গলিতে বসে মোবাইলে ওই মেয়ের সঙ্গে চ্যাটিং করছিল। এ সময় এক যুবক তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে শাওন দৌড়ে গিয়ে রাস্তায় পড়ে যায়।’
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ বলেন, ‘খবর পেয়ে রাতে মিরহাজীরবাগ আবু হাজী স্কুল গলিতে একটি দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
এসআই বলেন, ‘ধারণ করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন শাওন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। আসামি ধরার চেষ্টা চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ী মিরহাজীরবাগে রাস্তা থেকে শাওন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানা-পুলিশ মিরহাজীরবাগ আবু হাজী স্কুলের গলি থেকে লাশটি উদ্ধার করে। পরে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
শাওন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝের চর গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে শ্যামপুর মিরহাজীরবাগ এলাকায় স্ত্রী জিয়াসমিন আক্তার ও তিন বছরের ছেলে সিয়ামকে নিয়ে ভাড়া থাকতেন। শাওন টিকাটুলীতে একটি ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতেন। বেশ কিছুদিন ধরে চাকরি ছেড়ে শাওন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলে জানান তাঁর বড় ভাই মো. মাসুম।
শাওনের বড় ভাই মাসুম বলেন, ‘শাওনের বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি। এলাকায় একটি মেয়ের সঙ্গে শাওনের সম্পর্ক ছিল। গতকাল রাতে মিরহাজীরবাগ এলাকায় একটি গলিতে বসে মোবাইলে ওই মেয়ের সঙ্গে চ্যাটিং করছিল। এ সময় এক যুবক তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে শাওন দৌড়ে গিয়ে রাস্তায় পড়ে যায়।’
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ বলেন, ‘খবর পেয়ে রাতে মিরহাজীরবাগ আবু হাজী স্কুল গলিতে একটি দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
এসআই বলেন, ‘ধারণ করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন শাওন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। আসামি ধরার চেষ্টা চলছে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে