Ajker Patrika

সাজা খাটা শেষেও কারাগারে ১৫৭ বিদেশি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজা খাটা শেষেও কারাগারে ১৫৭ বিদেশি 

দেশের কারাগারগুলোয় বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষেও প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন ১৫৭ জন বিদেশি। এর মধ্যে ১৫০ জন ভারতের, ৫ জন মিয়ানমারের এবং পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন ২ জন। হাইকোর্টের নির্দেশের পর কারা অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। 

তিনি আজ রোববার সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী শুনানির জন্য নির্ধারিত তারিখে প্রতিবেদনটি হলফনামা করে আদালতে দাখিল করা হবে।’
 
এর আগে এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সাজা ভোগের পরও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চান হাইকোর্ট। 

গত ১৫ জানুয়ারি তালিকা চেয়ে নির্দেশ দেওয়া হয়। ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে এই সংক্রান্ত তালিকা দাখিল করতে বলা হয়। 

ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়ার সাজার মেয়াদ শেষেও কারামুক্তি না মেলায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে গত ১১ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত