রাজবাড়ী প্রতিনিধি

জেলা বিশেষ শাখার উপপরিদর্শক (ডিএসবি এসআই) পরিচয়ে বিয়ে ও শ্যালককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ ফারহান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গার তালতলা এলাকার জাফর মিয়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে।
আটককৃত ফারহান রংপুরে পীরগাছা উপজেলার কাসেম মণ্ডলের ছেলে।
আটককৃত ফারহানের শ্বশুর জাফর মিয়া বলেন, ‘প্রায় ১০ মাস আগে ডিএসবির এসআই পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করে ফারহান। বিয়ের কয়েক মাস পর আমার ছেলে সৈয়দ অমিত হাসানকে বিআরটিএর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে জামাই ১৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে নগদ ৭ লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে নিয়োগপত্র দেন ফারহান। পরে নিয়োগপত্র নিয়ে আমার ছেলে খুলনা বিআরটিএর চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারে সেটি ভুয়া। এমনকি পড়ে জানতে পারি, আমার মেয়েজামাই কোনো ডিএসবির এসআই নয়। বিষয়টি জানতে পেরে তাঁকে কল করা হলে পাওয়া যায়নি। সে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল।’
ফারহানের শ্বশুর আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই ফারহান প্রতারণা করেছে। বিয়ের পর আমার মেয়ের ভরণপোষণও করেনি। শুনেছি এর আগেও সে একটি বিয়ে করেছে। ওই ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। আগের বিয়ের তথ্য গোপন করে এবং মিথ্যা পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছে। আমি এই প্রতারকের কঠিন বিচার চাই।’
আটককৃত ফারহান জানান, তিনি চাকরির জন্য তিন লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকাও আরেকজনকে দিয়েছেন। পুলিশ পরিচয়ে তিনি বিয়ে করেননি এবং পরবর্তীতে কখনো পরিচয় দেননি বলেও জানিয়েছেন ফারহান।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, স্থানীয়রা ভুয়া ডিএসবি এসআইকে আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপপরিদর্শক আরও বলেন, আটককৃত ফারহানের মোবাইলে পুলিশের পোশাক পরিহিত ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি পাওয়া গেছে।

জেলা বিশেষ শাখার উপপরিদর্শক (ডিএসবি এসআই) পরিচয়ে বিয়ে ও শ্যালককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ ফারহান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গার তালতলা এলাকার জাফর মিয়ার বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে।
আটককৃত ফারহান রংপুরে পীরগাছা উপজেলার কাসেম মণ্ডলের ছেলে।
আটককৃত ফারহানের শ্বশুর জাফর মিয়া বলেন, ‘প্রায় ১০ মাস আগে ডিএসবির এসআই পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করে ফারহান। বিয়ের কয়েক মাস পর আমার ছেলে সৈয়দ অমিত হাসানকে বিআরটিএর অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে জামাই ১৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে নগদ ৭ লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে নিয়োগপত্র দেন ফারহান। পরে নিয়োগপত্র নিয়ে আমার ছেলে খুলনা বিআরটিএর চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারে সেটি ভুয়া। এমনকি পড়ে জানতে পারি, আমার মেয়েজামাই কোনো ডিএসবির এসআই নয়। বিষয়টি জানতে পেরে তাঁকে কল করা হলে পাওয়া যায়নি। সে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল।’
ফারহানের শ্বশুর আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই ফারহান প্রতারণা করেছে। বিয়ের পর আমার মেয়ের ভরণপোষণও করেনি। শুনেছি এর আগেও সে একটি বিয়ে করেছে। ওই ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। আগের বিয়ের তথ্য গোপন করে এবং মিথ্যা পরিচয় দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছে। আমি এই প্রতারকের কঠিন বিচার চাই।’
আটককৃত ফারহান জানান, তিনি চাকরির জন্য তিন লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকাও আরেকজনকে দিয়েছেন। পুলিশ পরিচয়ে তিনি বিয়ে করেননি এবং পরবর্তীতে কখনো পরিচয় দেননি বলেও জানিয়েছেন ফারহান।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, স্থানীয়রা ভুয়া ডিএসবি এসআইকে আটক করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপপরিদর্শক আরও বলেন, আটককৃত ফারহানের মোবাইলে পুলিশের পোশাক পরিহিত ও পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তোলা ছবি পাওয়া গেছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫