বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন প্রত্যাখ্যান করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে আইসিসি বাংলাদেশের কিছু সাংবাদিককে অ্যাক্রেডিটেশন দিতে থাকে। তবে বিশ্বকাপ কাভার করতে সাংবাদিকেরা কোনো জিও (সরকারি অনুমতি) পাবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এক শর বেশি বাংলাদেশি সাংবাদিকের আবেদন প্রত্যাখ্যান করলেও এরপর ধীরে ধীরে তাঁদের বিশ্বকাপ কাভারের অনুমতি দিতে থাকে আইসিসি। এ ব্যাপারে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, ‘যদি এটা (মিডিয়া অ্যাক্রেডিটেশন) আইসিসি দিয়ে থাকে, সে ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। কোনো প্রকার জিও (সরকারি অনুমতি) ইস্যু করব না। নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকলে আপনারা যেতে পারবেন।’
বিশ্বকাপ কাভার করতে গেলে সাংবাদিকেরা কি ভারতে নিরাপদ—মাহবুব উল আলমের কাছে গতকাল সংবাদমাধ্যমকর্মীরা এমন প্রশ্ন করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এখানে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন। মাহবুব বলেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে হুমকিটা যেহেতু মোস্তাফিজ থেকে উদ্ভূত হয়েছে, সে ক্ষেত্রে বিষয়টা সার্বিকভাবে পর্যালোচনা করেছি। আর বাকি বিষয়টা প্রত্যেককে তো আলাদাভাবে দেবে না। আমাদের পক্ষ থেকে যদি কোনো অনুমতি নিতে হয়, তাহলে আমরা ব্যাপারটাকে সেটার সঙ্গে মিলিয়ে দেখব। আমরা বিষয়টাকে ক্রিকেটের সঙ্গেই সম্পৃক্ত রাখব। অন্য বিষয়গুলোর সঙ্গে এটাকে মেলাব না।’
দেশের বাইরে টুর্নামেন্ট কাভার করতে বাংলাদেশের সাংবাদিকদের সাধারণত সরাসরি সরকারি অনুমতি (জিও) নেওয়ার প্রয়োজন হয় না। তবে ভিসা জটিলতা নিরসন ও দ্রুততার সঙ্গে ভিসা প্রাপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহায়তা করে থাকে। বিসিবি দায়িত্ব নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট দূতাবাস ও আয়োজক ক্রিকেট বোর্ডে যোগাযোগ করে। এমনকি ভিসা প্রাপ্তির কাজও বিসিবি করে দেয়। সর্বশেষ এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে আরব আমিরাতের ভিসা বিসিবি নিজের দায়িত্বে ও খরচে করে দিয়েছিল বাংলাদেশি সংবাদমাধ্যম কর্মীদের জন্য। গত কয়েক বছর ভারতীয় ভিসা পেতেও বিসিবি সহায়তা করেছে। তবে এবার যেহেতু সরকারের অনুমতি নেই, বিসিবি আগের মতো হয়তো এবার সাংবাদিকদের ভিসাপ্রাপ্তির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হবে না।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
৯ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২৩ দিন আগে