Ajker Patrika

বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত, ১ পয়েন্ট নিয়ে ফিরছেন শান্তরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৯
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। ছবি: এএফপি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। ছবি: এএফপি

আবহাওয়ার পূর্বাভাস সত্যিই করে রাওয়ালপিন্ডিতে আজ হানা দিয়েছিল বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই চলে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তাতে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরে থাক, টসই হতে পারেনি। তাতে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ড্রেসিংরুমে বসেই সময় কেটেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। ম্যাচ পরিত্যক্ত হলেও স্বাগতিকদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের তিন ও চারে থাকা বাংলাদেশ ও পাকিস্তানের নেট রানরেট-০.৪৪৩ ও-১.০৮৭।

১ পয়েন্ট পাওয়ায় বাংলাদেশ অন্তত আট নম্বর দল হচ্ছে না। যদি ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচটাও হারে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে), সেক্ষেত্রে বাংলাদেশ ছয় নম্বরে থাকবে এই টুর্নামেন্টে। আর তাতে আর্থিকভাবে কিছুটা লাভবান হবে বাংলাদেশ দল, তাদের প্রাইজমানি বাড়বে। পারফরম্যান্স যেমনই হোক, বাংলাদেশের অর্থযোগ নেহাতই মন্দ নয়।

‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুই দলেরই পয়েন্ট চার। নেট রানরেটের কারণে গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচটা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...