বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার। নায়িকার ঘোষণাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরকে সামনে রেখে জোর কদমে এগিয়ে চলেছে রাক্ষস টিম।
দেশের লোকেশনে শুটিং শেষের পর দৃশ্যের খোঁজে রাক্ষস টিম এবার পাড়ি দিল শ্রীলঙ্কায়। নির্মাতা জানিয়েছেন, গতকাল ৪ জানুয়ারি রাতে তাঁরা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে চলবে গুরুত্বপূর্ণ অংশের শুটিং। বিদেশের কাজ শেষ করে ইউনিট ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং করবে। তারপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে ঈদে মুক্তির জন্য প্রস্তুত হবে রাক্ষস সিনেমা।
এ সিনেমায় সিয়ামের নায়িকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তিনি এখন আছেন ভারতে, সেখান থেকেই কয়েক দিনের মধ্যে শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেবেন। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। রাক্ষস দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে তাঁর।
গত মাসে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সুস্মিতা জানান, রাক্ষসের গল্পের কারণেই এ সিনেমায় অভিনয় করতে উৎসাহী হয়েছেন তিনি। সুস্মিতা বলেন, ‘নির্মাতার কাছ থেকে গল্পটি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের জন্যই এ সিনেমায় যুক্ত হওয়া। কারণ এই গল্পে নায়িকার অনেক কিছু করার আছে। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নির্মাতা জানালেন, এ সিনেমায় একটি প্রেমের গল্প আছে, যে প্রেমের কারণে সিয়াম অভিনীত চরিত্রটি রাক্ষস হয়ে ওঠে। এতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজ প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার। নায়িকার ঘোষণাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরকে সামনে রেখে জোর কদমে এগিয়ে চলেছে রাক্ষস টিম।
দেশের লোকেশনে শুটিং শেষের পর দৃশ্যের খোঁজে রাক্ষস টিম এবার পাড়ি দিল শ্রীলঙ্কায়। নির্মাতা জানিয়েছেন, গতকাল ৪ জানুয়ারি রাতে তাঁরা শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হন। সেখানে প্রায় দুই সপ্তাহ ধরে চলবে গুরুত্বপূর্ণ অংশের শুটিং। বিদেশের কাজ শেষ করে ইউনিট ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং করবে। তারপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে ঈদে মুক্তির জন্য প্রস্তুত হবে রাক্ষস সিনেমা।
এ সিনেমায় সিয়ামের নায়িকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তিনি এখন আছেন ভারতে, সেখান থেকেই কয়েক দিনের মধ্যে শ্রীলঙ্কায় টিমের সঙ্গে যোগ দেবেন। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। রাক্ষস দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে তাঁর।
গত মাসে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সুস্মিতা জানান, রাক্ষসের গল্পের কারণেই এ সিনেমায় অভিনয় করতে উৎসাহী হয়েছেন তিনি। সুস্মিতা বলেন, ‘নির্মাতার কাছ থেকে গল্পটি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গল্পের জন্যই এ সিনেমায় যুক্ত হওয়া। কারণ এই গল্পে নায়িকার অনেক কিছু করার আছে। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে নিজের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করব। ভালো একটি টিমের সঙ্গে প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নির্মাতা জানালেন, এ সিনেমায় একটি প্রেমের গল্প আছে, যে প্রেমের কারণে সিয়াম অভিনীত চরিত্রটি রাক্ষস হয়ে ওঠে। এতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ, আলীরাজ প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২০ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৫ দিন আগে