নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের পাহাড়তলীর সেল ডিপো এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে এনে তিন ঘণ্টা পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা এমন কাজ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আকরাম আলী ১৪ দিন বিনা কারণে জেলও খেটেছেন। সম্প্রতি জেল থেকে মুক্ত হয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোতে এসে এ অভিযোগ করেন।
আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ মার্চ রাতে পাহাড়তলী সেল ডিপোর পাশে স্ক্যাপ কলোনিতে নিজ বাসায় ছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ আরএনবির ইসরাইল মৃধা, হাবিলদার আনোয়ার হোসেনসহ চারজন এসে ধরে নিয়ে যায় সেল ডিপোর ভেতরে। সেখানে কোনো কারণ ছাড়াই তিন ঘণ্টা পিটায়। তারপর ইসরাইল মৃধা বলেন, তুই বাঁচতে চাইলে যাদের নাম বলব, তুই তাদের নাম বলবি।’
আকরাম বলেন, ‘কিছুক্ষণ পর রেলওয়ের বেশ কিছু পুরাতন মালামাল আমার সামনে রাখা হয়। তারপর বলতে বলা হয়, আমি এগুলো সেল ডিপো থেকে চুরি করেছি। এর সঙ্গে জড়িত আরএনবির কৃষ্ণ চক্রবর্তী। অথচ তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না।’
সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যের বিষয়ে প্রশ্ন করা হলে আকরাম আলী বলেন, ‘এক সময় চুরি করতাম। কিন্তু এখন চুরি করি না। রিকশা চালিয়ে আয় রোজগার করি। সিসিটিভি ফুটেজটি ওই দিনের না, অনেক আগের।’
অভিযোগের বিষয়ে পাহাড়তলী স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর-তো অনেক কথা বলবে। তাঁর সব অভিযোগ মিথ্যা। জোর করে এনে স্বীকারোক্তি আদায় করিনি।’
আরএনবির কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
২০২০ সালের ২৭ জুন সেল ডিপোতে রেলের মালামাল পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরদিন আটকৃত আসামিদের একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ইসরাইল মৃধার বিরুদ্ধে। এই ঘটনায় ইসরাইল মৃধাকে সাময়িক বরখাস্তও করা হয়।

নগরের পাহাড়তলীর সেল ডিপো এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে এনে তিন ঘণ্টা পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা এমন কাজ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আকরাম আলী ১৪ দিন বিনা কারণে জেলও খেটেছেন। সম্প্রতি জেল থেকে মুক্ত হয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোতে এসে এ অভিযোগ করেন।
আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ মার্চ রাতে পাহাড়তলী সেল ডিপোর পাশে স্ক্যাপ কলোনিতে নিজ বাসায় ছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ আরএনবির ইসরাইল মৃধা, হাবিলদার আনোয়ার হোসেনসহ চারজন এসে ধরে নিয়ে যায় সেল ডিপোর ভেতরে। সেখানে কোনো কারণ ছাড়াই তিন ঘণ্টা পিটায়। তারপর ইসরাইল মৃধা বলেন, তুই বাঁচতে চাইলে যাদের নাম বলব, তুই তাদের নাম বলবি।’
আকরাম বলেন, ‘কিছুক্ষণ পর রেলওয়ের বেশ কিছু পুরাতন মালামাল আমার সামনে রাখা হয়। তারপর বলতে বলা হয়, আমি এগুলো সেল ডিপো থেকে চুরি করেছি। এর সঙ্গে জড়িত আরএনবির কৃষ্ণ চক্রবর্তী। অথচ তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না।’
সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যের বিষয়ে প্রশ্ন করা হলে আকরাম আলী বলেন, ‘এক সময় চুরি করতাম। কিন্তু এখন চুরি করি না। রিকশা চালিয়ে আয় রোজগার করি। সিসিটিভি ফুটেজটি ওই দিনের না, অনেক আগের।’
অভিযোগের বিষয়ে পাহাড়তলী স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর-তো অনেক কথা বলবে। তাঁর সব অভিযোগ মিথ্যা। জোর করে এনে স্বীকারোক্তি আদায় করিনি।’
আরএনবির কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
২০২০ সালের ২৭ জুন সেল ডিপোতে রেলের মালামাল পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরদিন আটকৃত আসামিদের একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ইসরাইল মৃধার বিরুদ্ধে। এই ঘটনায় ইসরাইল মৃধাকে সাময়িক বরখাস্তও করা হয়।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে