চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পুলিশ গত বছর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে। ওই সব অভিযানে ২৪০টি মামলায় ২৮৯ জন মাদক ব্যবসায়ী ও পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে ১ হাজার ৫৩ কেজি গাঁজা, ২ হাজার ৩৭২ বোতল ফেনসিডিল ও ৯ হাজার ৪৯০ পিস ইয়াবা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে ৫১ কেজি গাঁজা, ৩৯৯ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ ও ৪২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ২০টি মামলায় ২৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারি মাসে ১৬৩ পিস ইয়াবা, ৩৭ কেজি গাঁজা, ৩২৬ বোতল ফেনসিডিল ও ৩১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ২১টি মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। মার্চ মাসে ৪৩৫ পিস ইয়াবা, ৫৮ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ২০টি মামলায় ৩৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এপ্রিল মাসে ৫০ কেজি গাঁজা, ৬৪ বোতল ফেনসিডিল, ২৫৬ পিস ইয়াবা ও ১৪৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী ১৪টি মামলায় ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মে মাসে ৬০ কেজি গাঁজা ও ২৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ১৭টি মাদক মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে ১৬৬ কেজি গাঁজা, ৩৪ বোতল ফেনসিডিল, ৯৩৮ পিস ইয়াবা, ৪২ বোতল বিয়ার ও ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ২৬ মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। জুলাই মাসে ৫৮ কেজি গাঁজা, ১ হাজার ৫২ পিস ইয়াবা, ৮ বোতল বিয়ার, ১২ বোতল হুইস্কি, ৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ১৭ মামলায় পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। আগস্ট মাসে ২০১ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ১১০ বোতল ফেনসিডিল, ২০ বোতল হুইস্কি, ২৩ বোতল বিয়ার ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ২৩ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেপ্টেম্বরে ১২৩ কেজি গাঁজা, ৪৮৪ বোতল ফেনসিডিল, ৯০৬ পিস ইয়াবা ও ১৪৯ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ২৪ মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। অক্টোবর মাসে ৯৭ কেজি গাঁজা, ৩৩৫ বোতল ফেনসিডিল, ২৫ পিস ইয়াবা, ১৬ বোতল হুইস্কি, ৬৫ বোতল স্ক্যাপ সিরাজ ও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় ২২ মামলায় ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নভেম্বর মাসে ১০৭ কেজি গাঁজা, ৪ হাজার ৮৪১ পিস ইয়াবা ও ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ২১ মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসেম্বর মাসে ৪২ কেজি গাঁজা, ৪২ কেজি ফেনসিডিল ও ১৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ মামলায় ১৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে চৌদ্দগ্রামকে মাদকমুক্ত করার জন্য থানা-পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ন্যায় চলতি বছরেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরালোভাবে পরিচালনা করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পুলিশ গত বছর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে। ওই সব অভিযানে ২৪০টি মামলায় ২৮৯ জন মাদক ব্যবসায়ী ও পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে ১ হাজার ৫৩ কেজি গাঁজা, ২ হাজার ৩৭২ বোতল ফেনসিডিল ও ৯ হাজার ৪৯০ পিস ইয়াবা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি মাসে ৫১ কেজি গাঁজা, ৩৯৯ বোতল ফেনসিডিল, ১২ বোতল বিদেশি মদ ও ৪২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ২০টি মামলায় ২৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারি মাসে ১৬৩ পিস ইয়াবা, ৩৭ কেজি গাঁজা, ৩২৬ বোতল ফেনসিডিল ও ৩১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ২১টি মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। মার্চ মাসে ৪৩৫ পিস ইয়াবা, ৫৮ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ২০টি মামলায় ৩৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এপ্রিল মাসে ৫০ কেজি গাঁজা, ৬৪ বোতল ফেনসিডিল, ২৫৬ পিস ইয়াবা ও ১৪৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী ১৪টি মামলায় ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মে মাসে ৬০ কেজি গাঁজা ও ২৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ১৭টি মাদক মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে ১৬৬ কেজি গাঁজা, ৩৪ বোতল ফেনসিডিল, ৯৩৮ পিস ইয়াবা, ৪২ বোতল বিয়ার ও ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ২৬ মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। জুলাই মাসে ৫৮ কেজি গাঁজা, ১ হাজার ৫২ পিস ইয়াবা, ৮ বোতল বিয়ার, ১২ বোতল হুইস্কি, ৮ বোতল স্ক্যাপ সিরাপ ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ১৭ মামলায় পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। আগস্ট মাসে ২০১ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ১১০ বোতল ফেনসিডিল, ২০ বোতল হুইস্কি, ২৩ বোতল বিয়ার ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ২৩ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেপ্টেম্বরে ১২৩ কেজি গাঁজা, ৪৮৪ বোতল ফেনসিডিল, ৯০৬ পিস ইয়াবা ও ১৪৯ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ২৪ মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। অক্টোবর মাসে ৯৭ কেজি গাঁজা, ৩৩৫ বোতল ফেনসিডিল, ২৫ পিস ইয়াবা, ১৬ বোতল হুইস্কি, ৬৫ বোতল স্ক্যাপ সিরাজ ও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় ২২ মামলায় ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নভেম্বর মাসে ১০৭ কেজি গাঁজা, ৪ হাজার ৮৪১ পিস ইয়াবা ও ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ২১ মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসেম্বর মাসে ৪২ কেজি গাঁজা, ৪২ কেজি ফেনসিডিল ও ১৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ মামলায় ১৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে চৌদ্দগ্রামকে মাদকমুক্ত করার জন্য থানা-পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ন্যায় চলতি বছরেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরালোভাবে পরিচালনা করা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে