নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে (৩৮) এরই মধ্যে গ্রেপ্তার করেছে পিবিআই।
আজ মঙ্গলবার সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮ (১) তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিটিআইকে হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।
মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামি পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।
পুলিশ সুপার জানান, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দুজনকে আসামি করে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে কুমিল্লার কন্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান নেন। মঙ্গলবার-বুধবারের কোনো এক সময় তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
উল্লেখ, গত রোববার সকাল ১০টায় নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে যুবলীগ নেতা ফুহাদ আল মতিনের ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় মারে, পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফুহাদের অপর সঙ্গী। একপর্যায়ে ওই নারীকে অর্ধ অচেতন অবস্থায় অফিস থেকে বের করে দেন। পরে ওই নারী সিএনজিচালিত অটোরিকশা চালকের সহায়তায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর অভিযোগ গ্রহণ করেন।

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) মারধর, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে (৩৮) এরই মধ্যে গ্রেপ্তার করেছে পিবিআই।
আজ মঙ্গলবার সকালে চাটখিল থানা থেকে ভুক্তভোগীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮ (১) তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি পিটিআইকে হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা।
মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামি পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।
পুলিশ সুপার জানান, ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দুজনকে আসামি করে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার বিকেলে মামলার প্রধান আসামি ফুয়াদ আল মতিনকে কুমিল্লার কন্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হোটেলে নিজের নাম মাসুদ রানা ও বাবার নাম একরামুল হক ব্যবহার করে অবস্থান নেন। মঙ্গলবার-বুধবারের কোনো এক সময় তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেওয়ার আবেদন ও ভুক্তভোগী নারীর ২২ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফুয়াদ গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
উল্লেখ, গত রোববার সকাল ১০টায় নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে যুবলীগ নেতা ফুহাদ আল মতিনের ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। প্রথমে তাঁকে চড়থাপ্পড় মারে, পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ফুহাদের অপর সঙ্গী। একপর্যায়ে ওই নারীকে অর্ধ অচেতন অবস্থায় অফিস থেকে বের করে দেন। পরে ওই নারী সিএনজিচালিত অটোরিকশা চালকের সহায়তায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর অভিযোগ গ্রহণ করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে