নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাত্র ৫৭ হাজার টাকার বিনিময়ে নিজের নবজাতক নাতনিকে বিক্রি করে দিয়েছিলেন নানি রাবেয়া বেগম। আজ বুধবার এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হাটহাজারী ফতেয়াবাদ থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি রাবেয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার বাকিরা হলেন মো. হারুন (৫৫) ও তাঁর বোন মনোয়ারা বেগম (৩৮)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, কয়েক মাস আগে নবজাতকের মা তানিয়া বেগমকে তাঁর স্বামী তাড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে তানিয়া তাঁর মা রাবেয়া খাতুনের বাসায় আশ্রয় নেন। তানিয়া তখন গর্ভবতী ছিলেন।
তানিয়া গর্ভাবস্থায় তাঁর মা রাবেয়া নবজাতককে বিক্রির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রাবেয়া হারুন ও তাঁর বোনের কাছ থেকে বিভিন্ন সময় ৫৭ হাজার টাকা নেন। ২ অক্টোবর তানিয়ার প্রসব বেদনা ওঠার পর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন তানিয়ার সন্তান প্রসব হয়। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সবার অগোচরে রাবেয়া নবজাতককে হারুন ও মনোয়ারার হাতে তুলে দেন।
এ ঘটনায় নবজাতকের মা পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাবেয়া বাচ্চাটিকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ফতেয়াবাদ থেকে বাচ্চাটিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করে।
জাহিদুল কবির জানান, নবজাতকের আপন নানি ছিলেন রাবেয়া। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাবেয়া খাতুন রাঙামাটির কাউখালী উপজেলার বাহারের বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী। অন্যদিকে হারুন ও তাঁর বোন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামে মাত্র ৫৭ হাজার টাকার বিনিময়ে নিজের নবজাতক নাতনিকে বিক্রি করে দিয়েছিলেন নানি রাবেয়া বেগম। আজ বুধবার এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হাটহাজারী ফতেয়াবাদ থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি রাবেয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার বাকিরা হলেন মো. হারুন (৫৫) ও তাঁর বোন মনোয়ারা বেগম (৩৮)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, কয়েক মাস আগে নবজাতকের মা তানিয়া বেগমকে তাঁর স্বামী তাড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে তানিয়া তাঁর মা রাবেয়া খাতুনের বাসায় আশ্রয় নেন। তানিয়া তখন গর্ভবতী ছিলেন।
তানিয়া গর্ভাবস্থায় তাঁর মা রাবেয়া নবজাতককে বিক্রির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রাবেয়া হারুন ও তাঁর বোনের কাছ থেকে বিভিন্ন সময় ৫৭ হাজার টাকা নেন। ২ অক্টোবর তানিয়ার প্রসব বেদনা ওঠার পর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন তানিয়ার সন্তান প্রসব হয়। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সবার অগোচরে রাবেয়া নবজাতককে হারুন ও মনোয়ারার হাতে তুলে দেন।
এ ঘটনায় নবজাতকের মা পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাবেয়া বাচ্চাটিকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ফতেয়াবাদ থেকে বাচ্চাটিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করে।
জাহিদুল কবির জানান, নবজাতকের আপন নানি ছিলেন রাবেয়া। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাবেয়া খাতুন রাঙামাটির কাউখালী উপজেলার বাহারের বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী। অন্যদিকে হারুন ও তাঁর বোন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের বাসিন্দা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে