রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে আহম্মদ ছফা (৭৪) নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আজিমনগর এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুতায়াল্লিপাড়া এলাকার গুন্নু মিয়ার ছেলে আহম্মদ ছফা পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ ছফা নামে ওই ব্যক্তি পাহাড় কেটে সেখান থেকে মাটি বিক্রি করছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে পাহাড় কাটার নমুনা পেলেও এরই মধ্যে সব মাটি সরিয়ে ফেলা হয়েছে। তবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পাহাড় কেটে মাটি বিক্রির কথা স্বীকার করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বেপরোয়াভাবে পাহাড় কাটায় পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসের রিটার্নিং ওয়াল মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সার্বিক দিক বিবেচনায় অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানার পুলিশ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে আহম্মদ ছফা (৭৪) নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আজিমনগর এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুতায়াল্লিপাড়া এলাকার গুন্নু মিয়ার ছেলে আহম্মদ ছফা পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ ছফা নামে ওই ব্যক্তি পাহাড় কেটে সেখান থেকে মাটি বিক্রি করছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে পাহাড় কাটার নমুনা পেলেও এরই মধ্যে সব মাটি সরিয়ে ফেলা হয়েছে। তবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পাহাড় কেটে মাটি বিক্রির কথা স্বীকার করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বেপরোয়াভাবে পাহাড় কাটায় পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসের রিটার্নিং ওয়াল মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সার্বিক দিক বিবেচনায় অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানার পুলিশ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫