প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

টেকনাফে চুরির অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবক স্থানীয় খুরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন জেলে। অর্থের অভাবে এখনো চিকিৎসা ও আইনি সেবা বঞ্চিত রয়েছেন বলে জানা যায়।
আহত ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্যঘের থেকে মাছ শিকার করে ফেরার পথে বৃষ্টির কারণে ইদ্রিসের বাড়ির সামনে আশ্রয় নেন নুরুল আমিন। এমন সময় দা, কিরিচ নিয়ে হামলা চালায় ওই বাড়ির লোকজনেরা। এরপর প্রধান সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সাড়ে ৯ ঘণ্টা বেঁধে নানা ভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
আহতের স্ক্রি শাহিনুর আক্তার জানান, তাঁর স্বামী একজন জেলে। মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে স্থানীয় ইদ্রিসের বাড়িতে অবস্থান নিলে নুরুল আলমের ছেলে ইদ্রিস তাঁর স্ত্রী আয়েশা খাতুন, তাজুল মুল্লুকের ছেলে বাবুল ও হেলাল মিলে দা, কিরিচ দিয়ে হামলা করেন। সেই সঙ্গে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
তিনি আরও জানান, টাকার অভাবে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফফার জানান, মাছ শিকার করে আসার পথে নুরুল আমিনের ওপর নির্মমভাবে হামলা চালায় তাঁরা। এ সময় তাঁর ওপর চুরির অভিযোগ করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তারপরেও গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফে চুরির অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবক স্থানীয় খুরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন জেলে। অর্থের অভাবে এখনো চিকিৎসা ও আইনি সেবা বঞ্চিত রয়েছেন বলে জানা যায়।
আহত ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্যঘের থেকে মাছ শিকার করে ফেরার পথে বৃষ্টির কারণে ইদ্রিসের বাড়ির সামনে আশ্রয় নেন নুরুল আমিন। এমন সময় দা, কিরিচ নিয়ে হামলা চালায় ওই বাড়ির লোকজনেরা। এরপর প্রধান সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সাড়ে ৯ ঘণ্টা বেঁধে নানা ভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
আহতের স্ক্রি শাহিনুর আক্তার জানান, তাঁর স্বামী একজন জেলে। মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে স্থানীয় ইদ্রিসের বাড়িতে অবস্থান নিলে নুরুল আলমের ছেলে ইদ্রিস তাঁর স্ত্রী আয়েশা খাতুন, তাজুল মুল্লুকের ছেলে বাবুল ও হেলাল মিলে দা, কিরিচ দিয়ে হামলা করেন। সেই সঙ্গে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
তিনি আরও জানান, টাকার অভাবে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফফার জানান, মাছ শিকার করে আসার পথে নুরুল আমিনের ওপর নির্মমভাবে হামলা চালায় তাঁরা। এ সময় তাঁর ওপর চুরির অভিযোগ করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তারপরেও গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫