চবি প্রতিনিধি

দুই মাসের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ফের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাবুল নামের একজনকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. বাবুলের বাড়ি সিলেটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পাশাপাশি রেলওয়ে থানায়ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের জানিয়েছে সকালে শাটল ট্রেনের জন্য স্টেশনে ছিল। এমন সময় একটা লোক এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। এ সময় সে ৯৯৯ নম্বরে কল দিয়েছিল। পরে লোকটিকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে আপসে মীমাংসা করতে বলা হয়। সে আমাদেরকে জানিয়েছে বিষয়টা। আমরা প্রক্টোরিয়াল বডিকে ও থানায় অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের একজন সহকারী প্রক্টর থানায় গিয়ে বিষয়টি তদারকি করছেন।’
জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ঘটনায় একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
প্রসঙ্গত, এর আগে গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে বহিরাগত বখাটের হাতে আরেক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন।

দুই মাসের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ফের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাবুল নামের একজনকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. বাবুলের বাড়ি সিলেটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পাশাপাশি রেলওয়ে থানায়ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের জানিয়েছে সকালে শাটল ট্রেনের জন্য স্টেশনে ছিল। এমন সময় একটা লোক এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। এ সময় সে ৯৯৯ নম্বরে কল দিয়েছিল। পরে লোকটিকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানা থেকে আপসে মীমাংসা করতে বলা হয়। সে আমাদেরকে জানিয়েছে বিষয়টা। আমরা প্রক্টোরিয়াল বডিকে ও থানায় অভিযোগ দিতে বলেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের একজন সহকারী প্রক্টর থানায় গিয়ে বিষয়টি তদারকি করছেন।’
জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ঘটনায় একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
প্রসঙ্গত, এর আগে গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে বহিরাগত বখাটের হাতে আরেক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে