চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম রুহুল কাদের (৫৪)। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ছেলে শহীদুল ইসলাম (২১) পালিয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে। রুহুল কাদের স্থানীয় সাবেক ইউপি সদস্য হাজী জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল কাদের নিজের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। শহীদুল ইসলাম বাড়িতে বেকার ছিলেন। সম্প্রতি বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা নিয়ে বাবা-ছেলের মাঝেমধ্যেই বাগবিতণ্ডা হতো। শনিবার খেতের পাকা ধান কাটার জন্য ভোরে ঘুম থেকে ডেকে দেওয়ার পর বাবা ও ছেলে মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির পর রুহুল কাদের বাড়ির পাশে গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান। একপর্যায়ে লাঠি দিয়ে শহীদুল পেছন থেকে তাঁর বাবার মাথায় আঘাত করে। এ সময় রুহুল কাদের মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শহীদুল বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন রুহুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেওয়ার পথেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় মাতামুহুরী তদন্তকেন্দ্র এবং চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মাতামুহুরী তদন্তকেন্দ্রের এসআই সাইফুর রহমান মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অভিযুক্ত শহীদুল ইসলাম পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, খেতে কাজ করার জন্য ভোরে ঘুম থেকে ডাকার জেরে ছেলের লাঠির আঘাতে রুহুল কাদের মারা গেছেন। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্ত ছেলেকে আটক করতে অভিযান চলছে।’

কক্সবাজারের চকরিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম রুহুল কাদের (৫৪)। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ছেলে শহীদুল ইসলাম (২১) পালিয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে। রুহুল কাদের স্থানীয় সাবেক ইউপি সদস্য হাজী জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল কাদের নিজের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। শহীদুল ইসলাম বাড়িতে বেকার ছিলেন। সম্প্রতি বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা নিয়ে বাবা-ছেলের মাঝেমধ্যেই বাগবিতণ্ডা হতো। শনিবার খেতের পাকা ধান কাটার জন্য ভোরে ঘুম থেকে ডেকে দেওয়ার পর বাবা ও ছেলে মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির পর রুহুল কাদের বাড়ির পাশে গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান। একপর্যায়ে লাঠি দিয়ে শহীদুল পেছন থেকে তাঁর বাবার মাথায় আঘাত করে। এ সময় রুহুল কাদের মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শহীদুল বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন রুহুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেওয়ার পথেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় মাতামুহুরী তদন্তকেন্দ্র এবং চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মাতামুহুরী তদন্তকেন্দ্রের এসআই সাইফুর রহমান মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অভিযুক্ত শহীদুল ইসলাম পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, খেতে কাজ করার জন্য ভোরে ঘুম থেকে ডাকার জেরে ছেলের লাঠির আঘাতে রুহুল কাদের মারা গেছেন। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্ত ছেলেকে আটক করতে অভিযান চলছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে